প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে গণতন্ত্র নেই। এই রাজ্যে আইনের শাসন নেই। বারবার করে একের পর এক ঘটনার মধ্যে দিয়ে তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সম্প্রতি নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে যেভাবে বিজেপি সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তাতে এই রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে আরও বেশি করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। শুধু তারা দুজনেই নয়, বিজেপি বিধায়ক মনোজ ওরাও ত্রাণ কার্যে গিয়েও হামলার মুখোমুখি হয়েছেন। যেখানে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তবে পুলিশ প্রশাসন কবে ব্যবস্থা নেবে, সেই দিকেই সকলে তাকিয়ে ছিলেন। অবশেষে কিছুটা হলেও ঘুম ভেঙেছে এই রাজ্যের পুলিশের।
বলা বাহুল্য, ইতিমধ্যেই নাগরাকাটায় ত্রাণকার্যে গিয়ে বিজেপির যে সমস্ত জনপ্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন, তাতে পুলিশের পদক্ষেপ কি হবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর যে হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এফআইআরে যাদের নাম রয়েছে, তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর তার মাঝেই বিজেপির আরও এক বিধায়ক মনোজ ওরাও , যিনি এই ত্রাণ কার্যে গিয়ে হামলার মুখে পড়েছিলেন, তার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করলো পুলিশ। যেখানে আশুতোষ মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তবে পুলিশ একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলেও, এটা লোক দেখানো নয় তো? তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, হয়ত পুলিশ গ্রেপ্তার করেছে চাপে পড়ে। কিন্তু কিছুদিন পরেই যদি এই তৃণমূল কর্মীকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজ্যে যে আইনের শাসন নেই, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে সাময়িকভাবে পুলিশ একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে কিছুটা হলেও তারা যে রাজধর্ম পালন করছে, তার একটা বিষয় ফুটে উঠলো। কিন্তু এই গ্রেপ্তার যদি সব ক্ষেত্রেই বজায় থাকে, যদি গ্রেপ্তার করার পর এদেরকে আবার ছেড়ে না দেওয়া হয়, তাহলে এই এই পুলিশের ওপর ভরসা থাকবে। কিন্তু শুধুমাত্র তৃণমূল কর্মী বলে বিতর্কের মুখ থেকে বাঁচার জন্য তাকে গ্রেফতার করে পরবর্তীতে আবার যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে যে, এই রাজ্যের প্রশাসন চূড়ান্ত দলদাসের মত আচরণ করছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।