Site icon প্রিয় বন্ধু মিডিয়া

জামিন পেয়েও লাভ নেই? শুভেন্দুর কথা মত কি চন্দ্রনাথের বিরুদ্ধে এই পদক্ষেপ নেবে ইডি?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা রাজ্যবাসীর নজর ছিল ব্যাংকশাল আদালতের দিকে। কারণ সেখানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন মামলার রায়দান হওয়ার কথা ছিল। অবশেষে সেই রায়দান হয়েছে। যেখানে চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রেখেছে আদালত। অর্থাৎ ইডির পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আগামীকাল এবং তারপর দিন তিনি ইডি দপ্তরে গিয়ে জেরার মুখোমুখি হতে পারবেন বলেই নির্দেশ দিয়েছে আদালত। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে মন্ত্রীকে হেফাজতে চাইছিল, তা খারিজ হয়ে যাওয়ায় অনেকেই অনেক মন্তব্য করছেন। তবে এবার রাজ্যের এই মন্ত্রীকে চাপে ফেলতে ইডিকে আরও বড় পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রয়েছে। অর্থাৎ ইডি তাকে হেফাজতে নেওয়ার যে আবেদন করেছিল, তা খারিজ হয়ে গিয়েছে আদালতে। স্বাভাবিক ভাবেই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর কিছু করার নেই। তবে এবার ইডি কি করতে পারে, তা নিয়ে ইঙ্গিতপূর্ন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন চন্দ্রনাথ সিনহার জামিন যেভাবে আদালত বহাল রেখেছে, তা নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার মনে হয়, ইডির উচ্চ আদালতে যাওয়া উচিত।” এখন প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি এবার সেই রকম কোনো পদক্ষেপ নেবে? যদি তারা সেই রকম কোনো পদক্ষেপ নেয় এবং চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাওয়ার আবেদন জানিয়ে উচ্চ আদালতে যায়, তাহলে প্রবল সমস্যার মুখে পড়ে যেতে পারেন রাজ্যের এই মন্ত্রী। এখন শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে যে বার্তা, সেই মতই ইডি পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version