Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“যারা তৃণমূলের অমৃতরস পান করেনি…..” ২৬ এর নির্বাচনে জয় নিশ্চিত করতে বিরাট আহ্বান শমীকের!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের বিরুদ্ধে একমাত্র প্রতিপক্ষ বিজেপি। তবে ২০২৬-এর নির্বাচনে সেই বিজেপি জয়লাভ করতে পারবে কিনা, তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। তবে বিজেপি নেতারা অবশ্য বলছেন, এবার তাদের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। আর এসবের মধ্যেই কিছুদিন আগে রাজ্য বিজেপির সভাপতি বাম কংগ্রেস থেকে শুরু করে যারা তৃণমূল বিরোধী, তাদের সকলকে বুকে পাথর চাপা রেখে হলেও বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেছিলেন। আর এবার সেই ব্যাপারে আরও একধাপ নিশ্চিত হয়ে যারা তৃণমূলের অমৃতরস পান করেনি, সেই বাম, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্যদের বিজেপিতে ভোট দেওয়ার বার্তা দিলেন শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, এই রাজ্যের বুকে তৃণমূলকে সরানোর জন্য কার্যত মরিয়া চেষ্টা করছে বিজেপি। তবে বিজেপির মধ্যেও একটা অংশের সংশয় রয়েছে যে, ২০২১ এও তো এই চেষ্টা হয়েছিল। কিন্তু দিনের শেষে তারা ক্ষমতায় আসতে পারেনি। স্বাভাবিকভাবেই বাম এবং কংগ্রেস যদি তারা আলাদা করে লড়াই করে এবং তাদের কর্মীরা যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, তাহলে তো বিরোধী ভোট একত্রিত হবে না। আর বিরোধী ভোট একত্রিত না হলে তৃণমূলের পক্ষে ক্ষমতায় আসা অনেকটাই সহজ হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যারা তৃণমূল বিরোধী, সেই বাম, কংগ্রেসের উদ্দেশ্যেও বার্তা দিচ্ছেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপির সভাপতি পশ্চিমবঙ্গে একমাত্র তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এই বিষয়টি তুলে ধরে সকল তৃণমূল বিরোধী ভোট এবার বিজেপিতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর সেই কথাই আরও একবার তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে যারা, তারা সকলেই বিজেপিতে ভোট দেবেন বলেই দাবি করলেন শমীক ভট্টাচার্য।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে, তৃণমূলকে হারাতে পারে বিজেপি। ২০১৯ সালের এই বাইনারি অটুট আছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই বাইনারি বাংলার মানুষ সেট করে দিয়েছিলেন। ২০১৬ সালে সেই বাইনারি একটু অন্যদিকে চলে গিয়েছিল। কিন্তু তারপর থেকে মানুষ বুঝতে পেরেছেন, এদিকে ওদিকে ভোট দেওয়া, নো ভোট টু বিজেপি করা, এটা তৃণমূলের সুবিধা করে দেওয়া। সেই জন্য এবার যারা তৃণমূল কংগ্রেসের অমৃত রস পান করেনি, যারা বামপন্থী আছেন, যারা মুষ্টিমেয় কংগ্রেসি আছেন, সেই সমস্ত কর্মীদের কাছে আবেদন এবং তারাও এবার বিজেপিকেই ভোট দেবেন।”

Exit mobile version