Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ঝেঁটিয়ে বিদায় করুন” প্রতিবাদ কর্মসূচি থেকেই রনংদেহি মেজাজে শুভেন্দু! কেন বললেন এমন কথা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে মা-বোনেদের যে কোনো সম্মান নেই, তা সরকারি হাসপাতালে আরও একবার মহিলা স্বাস্থ্য কর্মীকে নির্যাতনের ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে। আজ পাঁশকুড়ায় সেই ঘটনার প্রতিবাদে মহিলাদের পক্ষ থেকে ঝাঁটা মিছিলের আয়োজন করা হয়েছিল। বিজেপি কর্মীরাও সেই মিছিলে অংশ নিয়েছিলেন। যেখানে শামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই কর্মসূচি থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে রীতিমত রণংদেহী মেজাজে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে, ততক্ষণ এই সমস্ত অনাচার চলবে রাজ্যে।

গতকালই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে, আজ পাঁশকুড়ায় মহিলারা ঝাঁটা মিছিল করবেন। আর বিজেপির পক্ষ থেকে আয়োজিত সেই কর্মসূচিতে শুভেন্দুবাবু নিজেও উপস্থিত ছিলেন। যেভাবে সরকারি হাসপাতালের মধ্যে মহিলাদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে, যেভাবে একজন মহিলাকে নির্যাতিত হতে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যজুড়ে আওয়াজ উঠতে শুরু করেছে। আরজিকরের পর আবার এরকম ঘটনা ঘটতে পারে, এটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আর সেই বিষয়কে হাতিয়ার করেই প্রতিবাদের সুরকে আরও সপ্তমে চড়িয়ে দিয়ে আজ পাঁশকুড়ায় মহিলা স্বাস্থ্য কর্মীকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

এদিন পাঁশকুড়ায় প্রতিবাদ মিছিল থেকে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে তিনি বলেন, “আজকের মিছিলে ঝাড়ু দেখান। হাজার হাজার মহিলারা রাস্তায় নেমেছে। ঝাড়ু দেখান। ঝেঁটিয়ে বিদায় করতে হবে মমতাকে। এই দিদি, মা, বোনেরাই করবে।” অর্থ্যাৎ রাজ্যে মহিলাদের ওপর যে ক্রমাগত নির্যাতন বেড়ে চলেছে, তাতে সেই অপরাধ প্রবণতার সংখ্যা বন্ধ করতে হলে চাই সরকারের পরিবর্তন। আর সেই কথাই নিজের এই কড়া মন্তব্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দুবাবুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version