Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার যোগ্যদের তালিকা প্রকাশের দাবি, আজই এসএসসি ভবন অভিযান! বাড়তি তৎপরতা পুলিশের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ইতিমধ্যেই ১৮০৪ জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। যদিও বা বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই তালিকা অসম্পূর্ণ, আরও অনেকের নাম রয়েছে। তবে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরেই প্রশ্ন উঠছে যে, এবার যোগ্যদের তালিকা প্রকাশ করে দুধ এবং জল আলাদা করে দিক এসএসসি। তাহলেই যারা যোগ্য ব্যক্তি, তাদের আর আলাদা করে পরীক্ষায় বসতে হবে না। একসময় তো তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন। ফলে কিছু দুর্নীতির কারণে, কিছু অযোগ্য ব্যক্তিদের চাকরি হওয়ার কারণে কেন আবার তারা পরীক্ষায় বসবেন! এই প্রশ্ন অনেকের মধ্যেই ছিল। তবে অযোগ্যদের তালিকা যখন প্রকাশ করেই দেওয়া হয়েছে, তখন এবার যোগ্যদের চাকরির বিষয়টি সুনিশ্চিত করার দাবি উঠতে শুরু করেছে। আর সেই দাবিকে সামনে রেখেই আজ ফের পথে নামতে চলেছেন যোগ্য চাকরিহারা ব্যক্তিরা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এসএসসি পক্ষ থেকে ১৮০৪ জন দাগি অযোগ্য বলে তাদের নাম প্রকাশ করা হয়েছে। আর এই তালিকা প্রকাশ হওয়ার পরেই সব থেকে বেশি যে প্রশ্ন প্রকট হচ্ছে, তা হচ্ছে, এবার যোগ্যদের তালিকাও প্রকাশ করে দেওয়া হোক। তাহলে যোগ্য ব্যক্তিরাও নিরাপদে তাদের কাজ চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এসএসসি কেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে এত সময় নিচ্ছে, সেই ব্যাপারে একটা প্রশ্ন রয়েছে অনেকের মধ্যেই। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যোগ্যদের তালিকায় নিয়ে রাজ্য দ্রুত সুপ্রিম কোর্টে যাক বলে পরামর্শ দিয়েছেন। আর তার মাঝেই আজ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, আজ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযান করা হবে। যেখানে করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাবেন। মূলত, যোগ্যদের তালিকা প্রকাশ এবং তাদের চাকরি ফেরতের দাবি নিয়েই এই অভিযান বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই অভিযান হওয়ার আগে পুলিশি নিরাপত্তা রীতিমত চোখে পড়ার মত। অতীতে যত যতবার এই এসএসসি ভবন অভিযান হয়েছে, ততবারই পুলিশ আগে থেকেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সব রকম চেষ্টা চালিয়েছে। আর আজকেও পুলিশের সেই তৎপরতা দেখা যেতে পারে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের এসএসসি অভিযান কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version