Site icon প্রিয় বন্ধু মিডিয়া

জলের তলায় কলকাতা! “আজকের দিনটা বাড়ি থেকে বেরোবেন না” শহরবাসীকে পরামর্শ ববির!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল রাত থেকেই টানা বৃষ্টিতে রীতিমত জলমগ্ন শহর কলকাতা। পুজোর আগে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। ইতিমধ্যেই শহর কলকাতার বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে এখনও পর্যন্ত ৭ জন মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে পৌরসভা। তবে বিরোধীরা আবার পৌরসভার ভূমিকা এবং রাজ্যের উন্নয়নের করুণ চিত্র নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাবেন বলে প্রতিশ্রুতি দিলেও, যেভাবে কলকাতা ভেসে যাচ্ছে, তাতে পৌরসভা এবং সরকারের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর তার মধ্যেই এবার যেভাবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে এবং যেভাবে গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়েছে, তাতে শহরবাসীর কাছে বড় আবেদন জানালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ববি হাকিম।

গতকাল থেকে টানা বৃষ্টিতে যেভাবে কলকাতা জলমগ্ন হয়ে পড়েছে, তাতে পৌরসভার ভূমিকা নিয়েই সব থেকে বেশি প্রশ্ন উঠছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি নাকি সব উন্নয়ন করে দিয়েছেন, সেই রাজ্যের রাজধানী কলকাতায় কেন এত করুণ পরিস্থিতি? কেন কলকাতা এভাবে জলের তলায় চলে গেল কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে, তা নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধীরা। যদিও বা পৌরসভার মেয়রের যুক্তি, তিনি এরকম বৃষ্টি এর আগে দেখেননি। এত পরিমান বৃষ্টি হওয়ার জন্যই আজ কলকাতায় এত ভয়াবহ পরিস্থিতি বলেই মনে করছেন তিনি। যার ফলে এবার শহরবাসীকে আজকের জন্য বাইরে না বেরোনোর পরামর্শ দিলেন কলকাতার মহানাগরিক।

এদিন গোটা কলকাতা যখন জলমগ্ন, তখন কন্ট্রোল রুমে পৌঁছে যান ববি হাকিম। যেখানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তারক সিং। আর সেখানেই কলকাতার কোথায় কত পরিমান বৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দেন কলকাতার মেয়র। তিনি বলেন, “আমি কলকাতায় জন্মেছি, এত বড় হয়েছি। এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। পাঁচ ছয় ঘন্টায় ৩০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি, এটা একটা ভয়াবহ বৃষ্টি। এই বৃষ্টির ফলে সমুদ্র উত্থাল। নদীতে জল যাচ্ছে না। যার ফলে আমাদের যে ক্যানেল, সেগুলো ভরে রয়েছে। আমি কলকাতা বাসীকে বলব, আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন না। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে।”

Exit mobile version