Site icon প্রিয় বন্ধু মিডিয়া

জলমগ্ন কলকাতা, প্রোমোটার রাজের কথা তুলে ধরে তৃণমূলকে দায়ী করলেন অধীর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সোমবার রাতের টানা পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টিতে গতকাল থেকেই জলমগ্ন হয়ে রয়েছে শহর কলকাতা। পুজোর মুখে যেভাবে বিভিন্ন জায়গায় জল জমা হয়ে রয়েছে, তাতে প্রবল সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। কলকাতা পৌরসভার মেয়র থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করছেন, এত প্রাকৃতিক দুর্যোগ তারা নাকি আগে দেখেননি। তবে দুর্যোগ তো হবেই। কিন্তু সেটা কারও হাতে না থাকলেও আগে ভাগে তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল। এমনকি দুর্যোগ হওয়ার পর তাকে আটকাতে এবং তড়িঘড়ি জমা জল বের করে দেওয়ার ক্ষেত্রে কেন পৌরসভার ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না? তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই দাবি করছেন, কলকাতা পৌরসভার নিকাশি ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। সেই কারণেই সামান্য বৃষ্টি হলেই এখানে জল জমা হয়ে যায়। আর গতকালের বৃষ্টি অতিরিক্ত হয়েছে। সেই কারণে এখন জল বের করতে না পেরে হতাশা প্রকাশ করছেন মেয়র থেকে মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই এই ব্যাপারে কলকাতার নিষ্কাশন পদ্ধতি নিয়ে সোচ্চার হয়েছেন একের পর এক বিরোধী দলের নেতারা। আর সেই বিষয়টি তুলে ধরেই তৃণমূল সরকারকে এবং কলকাতা পৌরসভাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার স্পষ্ট দাবি, নিষ্কাশন পদ্ধতি সঠিকভাবে নেই। আর তৃণমূল সরকারের প্রশ্রয় এবং আশ্রয়ে কলকাতায় প্রোমোটার রাজ শুরু হয়েছে। গোটা কলকাতা কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে। যার ফলে জল সেভাবে বের হতে পারছে না।

এদিন এই ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “এখানে জল জমা হওয়ার বড় কারণ জল নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। গোটা কলকাতা আজ প্রোমোটার রাজের দখলে। কলকাতার প্রোমোটার রাজ তৃণমূলের আশ্রয়ে, প্রশ্রয়ে আজ ফুলে ফেঁপে উঠেছে। গোটা কলকাতা আজ কংক্রিটের জঙ্গলে রূপায়িত হয়েছে। মানুষের পরিষেবা সব বন্ধ। তাই দেখে যান বাংলার মানুষ, এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা।”

Exit mobile version