Site icon প্রিয় বন্ধু মিডিয়া

জলমগ্ন কলকাতার ভয়াবহ পরিস্থিতি! পালিয়ে বাঁচতে চাইছেন মমতা? বড় তথ্য ফাঁস করে চমকে দিলেন সুকান্ত!  

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল টানা পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টিতে আজ সকাল থেকেই জলমগ্ন হয়ে রয়েছে শহর কলকাতা। কলকাতার বিস্তীর্ণ এলাকা রীতিমতো জলের তলায় চলে গিয়েছে। রাজ্যের পক্ষ থেকে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে যে, এরকম বৃষ্টি আগে নাকি কখনও হয়নি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ওপর তো কারও হাত নেই। তাহলে সেই দুর্যোগকে আটকানোর ক্ষমতা কারও নেই। কিন্তু নিকাশি ব্যবস্থা তো ঠিক থাকবে! তার বেহাল পরিস্থিতির জন্যেই যে কলকাতা শহরে সামান্য বৃষ্টি হলেই জল জমে, এটা দীর্ঘদিন ধরেই দেখে আসছে শহরবাসী। তাই আজ হয়ত বৃষ্টি কিছুটা বেশি হয়েছে। কিন্তু বেহাল পরিস্থিতির জন্যই যে কলকাতার এই শোচনীয় অবস্থা এবং তার জন্য যে বর্তমান পৌরসভা এবং তৃণমূলের সরকার দায়ী, সেই ব্যাপারে পাল্টা দাবি করছে বিরোধীরা। আর তার মধ্যেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা বিষয়ে অন্য কারো ঘাড়ে দায় চাপাচ্ছেন। বিদ্যুতের তার কেন খোলা অবস্থায় পড়ে থাকে, তা নিয়ে তিনি সঞ্জীব গোয়েঙ্কাকে বলেছেন এবং সবটাই তাদের দায় বলে মন্তব্য করেছেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে যখন কলকাতায় এই জলমগ্ন পরিস্থিতি, যখন বেহাল পরিস্থিতি নিয়ে সকলেই তৃণমূল সরকার এবং কলকাতা পৌরসভাকে চেপে ধরছে, তখন মুখ্যমন্ত্রী এইভাবে অন্য কারও ঘাড়ে দায় চাপিয়ে পালানোর চেষ্টা করছেন বলেই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই কলকাতায় যে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেয়র বার্তা দিয়েছেন। তারা প্রত্যেকেই বোঝানোর চেষ্টা করছেন যে, এটা প্রকৃতির ভয়ংকর রূপ তৈরি হয়েছে। যার ফলে তারা সমস্ত প্রস্তুতি নিয়েও এই দুর্যোগ আটকাতে পারেননি। তবে প্রশ্ন উঠছে যে, শহর কলকাতায় দীর্ঘদিন ধরে একটু বৃষ্টি হলেই জল জমে। আর দুর্যোগ হতেই পারে। কিন্তু কেন খোলা তারে এতগুলো মানুষের প্রাণ চলে যাবে? আর যখন সেই প্রশ্ন উঠছে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য কারও ঘাড়ে কেন দায় চাপাবেন? কেন নিজে দায় নিয়ে পরিস্থিতি সমাধানের পথ বাতলে দেবেন না? আর এই সমস্ত প্রশ্নের মাঝেই যে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, তার সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

এদিন সুকান্ত মজুমদার বলেন, “যেভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সঞ্জীব গোয়েঙ্কার ওপর ছেড়ে দিতে চাইছেন, এভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। বন্যা হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে, জল জমবে। এটা অত্যন্ত স্বাভাবিক। সব শহরেই জমে। আমরা তার জন্য কাউকে দোষারোপ করছি না। কিছুদিন আগে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদেও জল জমেছিল। কিন্তু সেখানে তো আমরা দেখিনি, তার ছিড়ে মানুষের মৃত্যু ঘটছে? কেন কলকাতাতেই বারবার হয়? কলকাতা জুড়ে এই অব্যবস্থা, এর জন্য দায়ী কে? এই সঞ্জীব গোয়েঙ্কাদের সঙ্গে সম্পর্কটা কারা রাখে? কারা ভোটের সময় সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে টাকা নেয়? এই সমস্ত প্রশ্নগুলো উঠলে পরে মাননীয়া মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না। পালাবেন। সেই জন্য দায়ভারটা নিতে শিখুন।”

Exit mobile version