Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কাকদ্বীপে তৃণমূল নেতার শিক্ষক শাসন! মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়ালেন সৌগত!  

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি কাকদ্বীপের একটি স্কুলে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিতে দেখা যায় পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের নেতা ত্রিদিব বারুইকে। গোটা রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে যে, কবে এই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা হবে? পরবর্তীতে তাকে হয়ত গ্রেফতার করা হয়। কিন্তু পরদিনই তিনি জামিন পেয়ে যান। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, ইচ্ছাকৃতভাবে পুলিশ জামিনযোগ্য ধারা দিয়ে যাতে তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়া যায়, তার চেষ্টা করেছে। আর সেই কারণেই তিনি জামিন পেয়ে গিয়েছেন। অনেকে আবার এই প্রশ্নও তুলছেন যে,তৃণমূলের ওপরতলা থেকেই হয়ত এই তৃণমূল নেতার দোষ ত্রুটি কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না। তিনি যাতে খুব তাড়াতাড়ি জেল থেকে ফিরে আসেন, তার জন্য হয়ত শাসকদলের পক্ষ থেকেই চাপ ছিল। আর সেই কারণে পুলিশ অপেক্ষাকৃত কম লঘু ধারা দিয়ে যাতে তাকে জেলে থাকতে না হয়, তার চেষ্টাই করেছে। তবে শিক্ষককে হেনস্থা করেও যখন তৃণমূল নেতা ছাড় পেয়ে গেলেন, তখন গোটা ঘটনায় মুখ খুলে দল এবং সরকারের অস্বস্তি বাড়ালেন তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদ সৌগত রায়।

ইতিমধ্যেই কাকদ্বীপের স্কুলে প্রধান শিক্ষককে যেভাবে ঘার ধাক্কা দিয়েছেন পরিচালন সমিতির সভাপতি, তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। রাজ্য প্রশাসন কি করছে, কেন রাতারাতি জামিন পেয়ে গেলেন সেই তৃণমূল নেতা, তা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই বলছেন, এই রাজ্যে শাসক দলের নেতারা শিক্ষককে অপমান করেও রেহাই পেয়ে যান। তবে কাকদ্বীপের যে ছবি প্রকাশ্যে এসেছে, যেভাবে প্রধান শিক্ষককে হেনস্থা করা হয়েছে, তাকে মোটেই ভালোভাবে মেনে নিতে পারলেন না তৃণমূল সাংসদ সৌগত রায়।

এদিন তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান হিংসা। শুধু মাস্টার মশাইকে মারধর নয়, একজন অশিক্ষক কর্মচারীকে মারলেও সেটা খারাপ। পরিবেশের পরিবর্তন ঘটাতে হবে। আমি মনে করি সম্ভব। একটা আবহাওয়া, একটা পরিবেশ, একটা বাতাবরণ সবাই মিলেই তৈরি করতে হবে। পশ্চিমবঙ্গের চেয়ে অন্য রাজ্যে তো আরও খারাপ। তবে যে ছবি প্রকাশ পেয়েছে, এটা না হলেই ভালো হতো।” অর্থাৎ বিরোধীরা যখন কাকদ্বীপের স্কুলে প্রধান শিক্ষককে হেনস্থার ঘটনায় রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করছে, তৃণমূলকে কটাক্ষ করছে, ঠিক তখনই নিজের দলেরই অস্বস্তি বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ। তিনিও বুঝিয়ে দিলেন, যে ঘটনা ঘটেছে, তা মোটেই সমর্থনযোগ্য নয়। স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এই বক্তব্য শাসক দলের জন্য কতটা অস্বস্তির বার্তা বয়ে আনে, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version