Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কল্যাণের এত হুমকি কোথায় গেল? শ্রীরামপুরে দাঁড়িয়েই তুলোধোনা করলেন সুকান্ত!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেন. তুই তুকারি করেও সম্বোধন করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, ক্ষমতা থাকলে শ্রীরামপুরে এসে দেখাক বলেও সুকান্তবাবুর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি যে শ্রীরামপুরে যাবেন, তা জানিয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। অবশেষে আজ শ্রীরামপুরের বুকে দাপিয়ে বেড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেখানেই গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে তাকে হুমকি দিয়েছিলেন, যেভাবে তাকে দেখে নেওয়ার কথা বলেছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন, কেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদকেই পাল্টা কটাক্ষ করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

বলা বাহুল্য, গতকালই সুকান্ত মজুমদারকে বেলাগাম আক্রমণ করে বসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা বার্তা দিয়ে সুকান্তবাবু জানিয়ে দেন যে, তিনি শ্রীরামপুরে যাবেন। অবশেষে আজ সেই শ্রীরামপুরে গিয়ে একটি সভা থেকে বক্তব্য রেখে কল্যান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়ে দেন সুকান্ত মজুমদার। গতকাল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলেছিলেন, কেন আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তা নিয়েই গর্জে ওঠেন সুকান্তবাবু।

এদিন শ্রীরামপুরে সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “উনি তুই-তুকারি করেছিলেন। সেটা ওনার শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা দিয়ে উনি আমাকে তুই-তুকারি করেছেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়েই ওনাকে বলছি, কল্যান কল্যান ডাক পাড়ি, কল্যাণ গেল কার বাড়ি? গতকাল বললেন সুকান্ত মজুমদার এসে ভাষণ দিলে তাকে বের হতে দেব না, এত দম! এই করব, সেই করব। কল্যাণ কল্যান ডাক পাড়ি, কল্যান গেল কার বাড়ি? আয় কল্যাণ দেখে যা, বিজেপির ক্ষমতা।”

Exit mobile version