প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের যারা দুর্নীতি বিরোধী মানুষ, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তারা প্রত্যেকেই দেখতে চান যে, বর্তমানে রাজ্যে যে শাসকদল রয়েছে, যারা দুর্নীতির আশ্রয়ে ফুলেঁপে উঠেছেন, তাদের জেল যাত্রা অনেকের এখন জেলে থাকার কথা থাকলেও, তারা নিশ্চিন্তে রয়েছেন। অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। কিন্তু তাদের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন উঠছে। এতদিন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলে সোচ্চার হতে দেখা যেত তৃণমূল নেতাদের। কিন্তু এবার সেই কেন্দ্রীয় এজেন্সি সম্পর্কে আস্থা হারাচ্ছেন বিজেপি নেতারাও। কারণ এই রাজ্যের শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে সেভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। আজ সুজিত বসুর অফিসে তল্লাশি চালিয়েছে তারা। আর সেই প্রসঙ্গে বলতে গিয়েই কেন্দ্রীয় এজেন্সির এই বারবার করে তল্লাশি চালানোতেই আটকে থাকা নিয়ে রীতিমত বিরক্ত প্রকাশ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।
ইতিমধ্যেই এই রাজ্যের বুকে কেন্দ্রীয় এজেন্সির হাতে একাধিক তদন্ত রয়েছে। একাধিক দুর্নীতি নিয়ে তারা তদন্ত করছে। তবে গোটা রাজ্যের মানুষ জানে যে, দুর্নীতির সঙ্গে কারা জড়িত! কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সেই দুর্নীতি করলেও, কেন তাদেরকে ধরতে পারছে না, সেটা নিয়ে অনেকের অভাব অভিযোগ রয়েছে। অনেকেই বলছেন, কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে শাসক দলের এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের কোথাও সেটিং হয়ে যায়নি তো? আর এই সমস্ত কিছুর মধ্যেই এবার প্রকাশ্যেই সুজিত বসুর অফিসে যখন কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে গিয়েছে, তখন সেই এজেন্সির যে ঢিলেঢালা মনোভাব, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ।
এদিন সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে অর্জুন সিংহ কে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দেন তিনি। বিজেপি নেতা বলেন, “সবাই জানে সুজিত বোস চোর কিন্তু এদেরকে না ধরাটাই একটা আশ্চর্যের ব্যাপার। এই সমস্ত কারণে কেন্দ্রীয় এজেন্সির ওপর মানুষের আস্থা হারিয়ে যায়। শুধুমাত্র সরকারে আসার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পরিবার এত কোটি কোটি টাকা রোজগার করছে?” অর্থাৎ সমস্ত কিছু জানা সত্ত্বেও গোটা রাজ্যের মানুষ দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা সত্ত্বেও, যারা সেই দুর্নীতির তদন্তে রয়েছেন, তাদের ভূমিকাই এখন যথেষ্ট প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেই রকমই বক্তব্য রেখে রীতিমত বোমা ফাটালেন বিজেপি নেতা অর্জুন সিংহ।
