Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কেন হেলিকপ্টারে বনগাঁয় আসতে পারলেন না মমতা? “টাকা দেননি, লাইসেন্স নেই” চমকে দিলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআরের বিরোধিতায় বনগায় একটি সভা করতে এসেছিলেন। তবে হেলিকপ্টারে করে তার সেখানে আসার কথা থাকলেও, শেষ পর্যন্ত সড়কপথে গাড়ি করেই আসতে হয়েছে তাকে। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছিলেন যে, চক্রান্ত করে তার হেলিকপ্টার আটকে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও ঘুরিয়ে বিজেপির দিকেই যে তিনি ইঙ্গিত করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মিথ্যা কথা বলছেন, তার সেই সভার কয়েক ঘন্টা পরেই পাল্টা বীরভূমের সভা থেকে একেবারে তথ্য দিয়ে তা সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল এসআইআরের বিরোধিতায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বনগাঁর সভা থেকে অনেক কথা বলেছেন। কিন্তু সেই সভায় বক্তব্যের একদম শুরুতেই হেলিকপ্টার করে তার আসার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা হয়নি বলেই দাবি করেছেন তিনি। এক্ষেত্রে বিজেপির দিকে ইঙ্গিত করে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, ভোটের আগে থেকেই তাকে সমস্যায় ফেলতে এইরকম চেষ্টা করা হচ্ছে। তবে হেলিকপ্টার করে না এসে গাড়িতে এসেই তার যে সুবিধে হয়েছে, তিনি যে মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে এসেছেন, সেই কথাও উল্লেখ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেলিকপ্টার করে না আসার পেছনেও বাধা দেওয়ার ক্ষেত্রে কাঠগড়ায় রয়েছে বিজেপি? পেছনে কি কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টির কোনো চক্রান্ত রয়েছে? গোটা বিষয়টি যে একেবারেই তাই নয়, বরঞ্চ লাইসেন্স না থাকার কারণে এবং টাকা না দেওয়ার জন্যই যে এই হেলিকপ্টার করে আসতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা তা জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন মুখ্যমন্ত্রী যখন বনগাঁয় সভা করেছেন, ঠিক তার কিছু সময় পরেই বীরভূমের সাঁইথিয়ায় পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর একেবারে ধরে ধরে মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি কথার জবাব দেন তিনি। একেবারে শুরুতেই মুখ্যমন্ত্রী যেভাবে হেলিকপ্টার নিয়ে বনগাঁর সভা থেকে অভিযোগ করেছিলেন, তার জবাব দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মমতা ব্যানার্জি বনগাঁতে গিয়েছিলেন। শুরুতেই বলেছেন, হেলিকপ্টার। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই। কে আটকেছে? আমি দেখিয়ে দেবো কাগজ। আপনি টাকা দেননি। হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আপনার চুক্তির রিনিউয়াল করেননি। তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি।”

Exit mobile version