Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking কেন সময় মত জমা হয়নি নথি? ইডির বিশেষ আদালতে প্রশ্নের মুখে চন্দ্রনাথ সিনহা! বাড়ছে বিপদ?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তার বাড়ি থেকে প্রচুর অর্থ উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, তার সম্পর্কে একাধিক তথ্যও পেয়েছে তারা। ইতিমধ্যেই তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। তবে তাকে হেফাজতে চেয়ে পাল্টা আদালতের শরণাপন্ন হয়েছে ইডি। আজ সেই মামলার শুনানি চলছে। সেখানে প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী কেন চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়া প্রয়োজন, সেই সম্পর্কে বিশদ যুক্তি দিয়েছেন। এমনকি তিনি এটাও তুলে ধরেছেন যে, ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার পর চন্দ্রনাথ সিনহার কাছ থেকে যে সমস্ত নথি চাওয়া হয়েছিল, সেই নথি তিনি জমা দিয়েছেন। কিন্তু তার আগে সময় দেওয়ার পরেও তিনি সেই নথি জমা দেননি। স্বাভাবিকভাবেই এই জায়গায় একটা সন্দেহ দানা বাঁধছে বলেই উল্লেখ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আর এবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো চন্দ্রনাথ সিনহার আইনজীবীকে।

জানা যায়, এদিন চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানিতে প্রথমে নিজেদের বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। পরবর্তীতে বলতে ওঠেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আইনজীবী। আর সেখানেই ইডির বিশেষ আদালতের বিচারপতি প্রশ্ন করেন যে, কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন নথি জমা দিতে বললেও সেই জমা দেওয়া হয়নি? এক্ষেত্রে চন্দ্রনাথ সিনহার আইনজীবী জানান যে, সেই সময় তাদের কাছে সকল নথি ছিল না। তাই তারা পরবর্তীতে যখন নথি এসে পৌঁছেছে, তখন তা জমা দিয়েছেন। আর এখানেই পাল্টা প্রশ্ন করেন বিচারপতি। তিনি বলেন যে, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নথি চাওয়া হয়েছিল, তখন সব নতি না থাকলেও, কিছু নথি তো ছিল। তাহলে সেই সমস্ত নথি দিয়ে কেন তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করা হলো না? স্বাভাবিকভাবেই আদালতের এই পর্যবেক্ষণ যে মন্ত্রীর এবং তার আইনজীবীর জন্য যথেষ্ট চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবেই হোক, রাজ্যের মন্ত্রীকে হেফাজতে নেওয়ার জন্য রীতিমত মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই তারা একের পর এক তথ্য আদালতের কাছে তুলে ধরতে শুরু করেছেন। যেভাবে রাজ্যের এই মন্ত্রীর কাছে সুনির্দিষ্ট সময়ে নথি চাওয়ার পরেও তিনি সেই নথি দেননি, সেই কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আর পরবর্তীতে রাজ্যের মন্ত্রীর আইনজীবী বলতে উঠলে তাকে সেই প্রশ্নের মুখেই পড়তে হলো। স্বাভাবিকভাবেই ইডির বিশেষ আদালতের বিচারপতি যে প্রশ্ন করলেন, তার উত্তরে কি জানান রাজ্যের মন্ত্রীর আইনজীবী এবং শেষ পর্যন্ত আজ চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানিতে কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version