Site icon প্রিয় বন্ধু মিডিয়া

খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদ! কলকাতায় বিজেপির মিছিলে তীর ধনুক হাতে নিয়ে সুকান্ত!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। কিন্তু সম্প্রতি নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে বিজেপি সাংসদ তথা আদিবাসী সমাজের প্রতিনিধি খগেন মুর্মুকে। যেখানে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এই রাজ্যের বুকে ঘটে যাচ্ছে নারী নির্যাতনের মত একাধিক ঘটনা। আর এই সমস্ত ঘটনাকেই একত্রিত করে আজ শহর কলকাতায় প্রতিবাদে নেমেছে বিজেপি। যেখানে আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত। কেউ ধামসা মাদল নিয়ে, আবার কেউ তীর ধনুক নিয়ে এই রাজ্যের শাসক দলের যে অত্যাচার, যে সন্ত্রাস, তার বিরুদ্ধে রাজপথে নেমেছেন। আর সেই কর্মসূচিতেই উপস্থিত থেকে একেবারে তীর ধনুক হাতে নিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বলা বাহুল্য, এই রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জমি, জঙ্গল কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি সম্প্রতি নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আদিবাসী সমাজের প্রতিনিধি তথা দেশের সাংসদ খগেন মুর্মুকেও আক্রমণ করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। আর সেই ঘটনার প্রতিবাদেই আজ আদিবাসী সমাজকে নিয়ে পথে নেমেছে বিজেপি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। যা শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। আর সেই কর্মসূচিতেই উপস্থিত রয়েছেন বিজেপির সমস্ত স্তরের নেতৃত্বরা।

ইতিমধ্যেই কলেজ স্কোয়ার থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ওপর এই রাজ্যে যে নির্যাতন চলছে, তার পরিপ্রেক্ষিতে বিজেপির প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। যেখানে একেবারে সামনে সারিতে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হাতে তীর ধনুক নিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, রাজ্য বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব থেকে শুরু করে যারা আদিবাসী সমাজের প্রতিনিধি, যারা বিজেপির সাংসদ, বিধায়ক, তারাও এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন। অর্থাৎ এই রাজ্যের শাসক দল যেভাবে আদিবাসী সমাজকে বঞ্চিত করছে, যেভাবে তাদের ওপর নিপীড়ন করছে, তার বিরুদ্ধেই এবার শাসকের চাপ বাড়িয়ে দিতে বিজেপির এই শহর কলকাতায় বড় রাজনৈতিক কর্মসূচি।

Exit mobile version