Site icon প্রিয় বন্ধু মিডিয়া

খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু, হাইকোর্টের নির্দেশে বড়সড় অস্বস্তিতে পুলিশ!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে কোনো রাজনৈতিক খুন হোক, বিশেষ করে যদি বিরোধীরা কেউ আক্রান্ত হয় বা তাদের কেউ নিহত হয়, তাহলে বারবার করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে‌। বিভিন্ন ক্ষেত্রে আদালতে রাজনৈতিক মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে পড়তে দেখা যায় পুলিশ প্রশাসনকে। আর এবার খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। যেখানে বিচারপতির নির্দেশের পরিপ্রেক্ষিতে রীতিমত অস্বস্তিতে পড়ে গেল পুলিশ বলেই মনে করছেন একাংশ। কিন্তু কি ঘটনা ঘটেছে? কি এমন নির্দেশ দিয়েছে আদালত

প্রসঙ্গত, খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিভিন্ন প্রশ্ন রয়েছে বিরোধীদের মধ্যে। আর তার মধ্যেই গোটা ঘটনায় আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বড় নির্দেশ দিয়েছেন। যেখানে এই মামলার কেস ডায়েরি আগামী সোমবারের মধ্যে তলব করেছেন তিনি। শুধু তাই নয়, এক্ষেত্রে তিনজনের কল ডিটেলসও সোমবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ওসি, তদন্তকারী অফিসার এবং প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক, তাদের কল ডিটেইলস জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, দুটো আলাদা আলাদা ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও সংশয় প্রকাশ করেছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, দুটি আলাদা ময়নাতদন্তের রিপোর্ট হবে কেন? শুধু তাই নয়, বৈদ্যুতিন বাতি স্তম্ভপড়েই দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানানো হলেও, দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে দেহে যে আঘাতের চিহ্ন রয়েছে, তা কোথা থেকে এলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। পাশাপাশি এত বড় মেলার ক্ষেত্রে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান পাওয়া গেল না, সেই প্রশ্নও উল্লেখ করা হয়েছে। তবে সোমবারের মধ্যে কেস ডায়েরি সহ কল ডিটেলসের যে রিপোর্ট জমা করার কথা বলা হয়েছে, সেই রিপোর্ট জমা হওয়ার পর খেজুরির এই বিজেপির কর্মীর মৃত্যু নিয়ে আদালতের পরবর্তী নির্দেশ কি আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version