Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কি সাঙ্ঘাতিক! নবান্ন থেকে ফোন করে নির্বাচনী আধিকারিকদের ধমক দিচ্ছেন মমতা? হাঁটে হাড়ি ভাঙলেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআরের আতঙ্কে রীতিমত তটস্থ হয়ে রয়েছেন। তিনি বুঝতে পারছেন যে, এসআইআর হলে কত অবৈধ ভোটারের নাম বাদ যাবে। আর এই সমস্ত অবৈধ ভোটারের নাম বাদ গেলে এতদিন তিনি যেভাবে ক্ষমতায় টিকেছিলেন, তা যে আর তার পক্ষে হবে না, তা বুঝতে পেরেই মাঝেমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি লেখা থেকে শুরু করে রাজ্যের সিইও দপ্তরের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন। এসআইআর করে নির্বাচন কমিশন যে সঠিক জায়গায় ঢিলটা মারতে পেরেছে এবং সঠিকভাবেই যে কাজ হচ্ছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বারবার চিৎকার করা বারবার সোচ্চার হওয়ার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে বিরোধীদের কাছে। আর কোনো ভাবেই যখন সেই প্রক্রিয়াকে আটকানো যাচ্ছে না, যখন দুধের মধ্যে জল মেশানো যাচ্ছে না, তখন নিজের ক্ষমতা প্রয়োগ করে কি ভয় দেখানোর চেষ্টা শুরু করে দিলেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান? নবান্ন থেকে কিভাবে গোপনে ফোন করে তিনি রাজ্যের নির্বাচনী আধিকারিকদের ধমকাচ্ছেন, এবার সেই তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গে এসআইআর যেভাবে চলছে, তাতে মোটের ওপর সন্তুষ্ট বিরোধীরা। তবে তাদের বক্তব্য যে, আরও কড়া নজরদারি রাখতে হবে নির্বাচন কমিশনকে। তবে এই এসআইআর প্রক্রিয়ায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মোটেই খুশি নয় এবং তিনি যে যত দিন যাচ্ছে, ততই যে আতঙ্কগ্রস্ত হতে শুরু করেছেন, তা তার একের পর এক পদক্ষেপের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। কখনও তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এসআইআর স্থগিত করার আবেদন জানাচ্ছেন, আবার কখনও বা কন্ট্রাকচুয়াল কর্মীদের কেন নিয়োগ করা যাবে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। আর এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় গোপনে গোপনে আরও যে ভয়ংকর কাজটি করছেন, যেভাবে তিনি ভয় দেখানোর রাজনীতি শুরু করেছেন, যেভাবে তিনি ধমকানোর কাজ শুরু করেছেন, এবার সেই তথ্যও প্রকাশ্য চলে এলো। আর সেই তথ্য সামনে এনে রীতিমতো হাটে হাড়ি ভেঙ্গে দিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এসআইআর আবহে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আতঙ্ক যে বৃদ্ধি পাচ্ছে, তা স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি নবান্ন থেকে ফোনে কিভাবে নির্বাচনী আধিকারিকদের ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই ব্যাপারেও বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচনী আধিকারিকদের নিজে ধমকেছেন, তার তথ্য, ডকুমেন্ট আমার কাছে আছে। নবান্ন থেকে বসে আপনি কিভাবে কাকে কাকে ফোন করে ধমকেছেন, তার সমস্ত তথ্য আমার কাছে আছে।” বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারীর এর আগেও নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক ব্যাক্তির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মনোজ পন্থের ফোন থেকে কথা বলেছেন, সেই ব্যাপারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। আর এবার এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী আধিকারিকদের নবান্ন থেকে ফোন করে ধমকেছেন, সেই তথ্য ফাঁস করে রীতিমত শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version