Site icon প্রিয় বন্ধু মিডিয়া

কিছুক্ষণ পরেই হুমায়ুন কবীরের নয়া দলের ঘোষণা! ফ্লেক্স দিয়ে ছেয়ে ফেলা হয়েছে এলাকা!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তারপরেই নতুন দল গঠনের ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবীর। এতদিন ধরে তিনি কোন দল ঘোষণা করবেন, কি তার স্ট্রাটেজি হবে, তা নিয়ে বহু চর্চা চলেছে। মাঝেমধ্যেই হুমায়ুনবাবু দাবি করেছেন, সংখ্যালঘুদের একটা বড় অংশকে প্রার্থী করে জিতিয়ে তিনি বিধানসভায় নিয়ে যাবেন। এক্ষেত্রে বারবার তার মুখে শোনা গেছে, তার এই দল নির্ণায়ক শক্তি হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে নিজের অস্তিত্বের জানান দেবে। তবে কি হবে, তা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু আজ আর কিছু সময়ের মধ্যেই সেই নতুন দলের ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। তবে সেই ঘোষণার আগে রীতিমত ফ্লেক্স দিয়ে হুমায়ুনবাবুর এই নতুন দল গঠনের কর্মসূচি সম্পর্কে জানিয়ে চলছে প্রচার।

প্রসঙ্গত, বাবরি মসজিদ ইস্যুতে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্নের মুখে পড়েছেন হুমায়ুনবাবু। তৃণমূল তাকে সাসপেন্ড করলেও বিজেপি আবার পাল্টা দাবি করছে, তৃণমূলের সঙ্গে গোপন সেটিং রয়েছে হুমায়ুন কবীরের। আবার পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপির কথায় চলছে হুমায়ুন কবীর। আর এসবের মধ্যেই বিজেপি এবং তৃণমূল, দুই দলের বিরুদ্ধেই তিনি নতুন দল গঠন করতে চলেছেন, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। এতদিন ধরে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, ২২ তারিখ তিনি তার নতুন দল গঠন করবেন। সেই মতই আর কিছুক্ষণ সময় পর তার নতুন দলের নাম কি হবে, কি প্রতীকে তিনি লড়াই করবেন, তার সবকিছু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। তবে তার আগেই বিভিন্ন জায়গায় ফ্লেক্স ব্যানারে রীতিমত ছেয়ে ফেলা হয়েছে এলাকা।

সূত্রের খবর, আজ সকাল ১১ টায় বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে প্রকাশ্য সভা থেকে নিজের নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবীর। তবে সেই কর্মসূচি ঘোষণার আগে সাধারণ মানুষকে এই নতুন দল গঠনের ঘোষণার কর্মসূচিতে সামিল হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের নানা জায়গায় হুমায়ুন কবীরের ছবি দিয়ে এই নতুন দল ঘটনায় যাতে সকলের সামিল হন, তার জন্য আবেদন জানানো হয়েছে। যেখানে লেখা রয়েছে, “বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version