প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই কলকাতার তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার দিকে তাকিয়ে রয়েছে গোটা বঙ্গবাসী। এর ফলে যাতায়াতের ব্যাপক সুবিধে হবে বলেই মনে করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যেদিন থেকে এই খবর পাওয়া গিয়েছে, সেদিন থেকেই তৃণমূল তাকে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের একটাই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় তিনিই এর পরিকল্পনা করেছিলেন, এখন এর উদ্বোধন করে মিথ্যে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। তবে বাংলার মানুষ বর্তমানে তৃণমূলের আমলে বাংলার পরিস্থিতি কি, তা অনুধাবন করে প্রধানমন্ত্রী যখন এই বড় প্রকল্পের উদ্বোধন করছেন, তখন তাকে দুহাত ভরে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে রয়েছেন। আর সেটা দেখেই কি এবার এই মেট্রো রুটের সমস্ত কাজ তিনিই করে দিয়েছিলেন বলে তড়িঘড়ি ক্রেডিট নেওয়ার চেষ্টা শুরু করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার এই তিন মেট্রো রুটের প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সাজো সাজো রব চোখে পড়ছে। সকলেই প্রস্তুত প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আর তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তার পোস্টের মধ্যে দিয়ে একটা বিষয় তিনি স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করলেন যে, তিনি রেলমন্ত্রী থাকার সময় কলকাতা মেট্রো রেলওয়ে করিডরের পরিকল্পনা করে দিয়েছিলেন। অর্থাৎ বর্তমানে প্রধানমন্ত্রীর হাত ধরে যে উদ্বোধন হচ্ছে, তার সমস্ত পরিকল্পনার তিনিই করে দিয়েছিলেন। এমনটা বুঝিয়ে বাংলার মানুষের মন জয়ের মরিয়া চেষ্টা শুরু করে দিলেন প্রশাসনিক প্রধান বলেই মনে করছেন একাংশ।
সোশ্যাল মিডিয়ার পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “ভারতের রেলমন্ত্রী হিসেবে মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে করিডোরের পরিকল্পনা করেছিলাম। আমার হাতে এই নীল নকশা। সংস্থান করেছিলাম তহবিলের। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রোজেক্ট রূপায়নে অংশ নিয়েছিলাম। এই প্রোজেক্টের জন্য রাজ্যের থেকে বিনা পয়সায় জমি, রাস্তা দিয়েছি। মেট্রোর জন্য যাদেরকে সরানো হয়েছিল, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ একটি দীর্ঘযাত্রা ছিল। আজ আমাকে একটু স্মৃতিকাতর হতে দিন।”
বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার সরকারের আমলে বাংলার মানুষ কতটা যন্ত্রণায় রয়েছে, ২০২৬ এ তাদেরকে সরানোর জন্য যে বাংলা প্রস্তুত, তা একের পর এক ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেদিক থেকে দেশের প্রধানমন্ত্রী ২০২৬ এর আগে যখন কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন করছেন, তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে, তার হাত থেকে সমস্ত খেলা বেরিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দিকেই জনসমর্থন যাচ্ছে। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী যেভাবে এই প্রকল্পের উদ্বোধন করছেন, তাতে তৃণমূলের ভাবমূর্তি এবং তার জনপ্রিয়তা আরও প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তাই এখন চাপের মুখে পড়ে তিনি নিজেই সব কাজ করে দিয়েছেন বলে ক্রেডিট নেওয়ার সমস্ত চেষ্টা শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।