প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাত পোহালেই নবম-দশম শ্রেণীর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যে। মূলত, আদালতের নির্দেশেই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যারা যোগ্য, তাদেরকেও আবার পরীক্ষায় বসতে হচ্ছে। তবে যে রাজ্যের এসএসসি কিছুদিন আগেই স্বীকার করে নিয়েছে যে, অবৈধভাবে চাকরি হয়েছে, কিছুদিন আগেই তারা যেভাবে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে, তাতে তারা কি করে স্বচ্ছ ভাবে পরীক্ষা নেবে! সেই প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। আর এসএসসি পরীক্ষার একদম আগের দিনেই সেই প্রসঙ্গ তুলে ধরে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বলা বাহুল্য, রাত পোহালেই এসএসসির নবম দশম শ্রেণীর পরীক্ষা রয়েছে। তবে সবথেকে বড় প্রশ্ন যে, পরীক্ষা যারা দেবেন, তাদের সঠিক মূল্যায়ন হবে তো? ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসএসসির প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস হচ্ছে বলে অভিযোগ করেছেন। যদিও বা প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে বলেই জানিয়ে দিয়েছে এসএসসি। তবে এর মাঝেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি এসএসসি্য পক্ষ থেকে কিছুদিন আগেই যে দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছে, তাকে হাতিয়ার করেই রাজ্যে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয় বলেই দাবি করে বসলেন। ঠিক কি বললেন তিনি?
এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সমস্ত পরীক্ষার্থী শিক্ষাব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, সমস্ত মানুষ এটা উপলব্ধি করেছেন, এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে বলছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রত্যাশা করা যায় না।”