প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে বসেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। যেখানে মতুয়াদের সম্পর্কে তার মন্তব্য রীতিমত বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করে। ইতিমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে এই মন্তব্যের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আর এবার তৃণমূল সাংসদকে চাপে রেখে এবং রাজ্যের শাসক দলের স্বস্তি বাড়িয়ে বড় পদক্ষেপ গ্রহণ করলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, এদিন মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পথে নামে মতুয়া মহাসংঘের লিগাল সেল। যেখানে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ইতিমধ্যেই বনগাঁ থানায় তারা একটি অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাস্তায় নেমে স্লোগান তুলতেও দেখা যায় মতুয়া মহাসঙ্ঘের এই লিগাল সেলের সদস্যদের। বলা বাহুল্য, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে। আর এবার লিগাল সেলের পক্ষ থেকে যেভাবে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পথে নামা হলো, তাতে মহুয়া মৈত্র তো বটেই, তার দলও যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।
বিশেষজ্ঞদের মতে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি সেই পদক্ষেপ নেওয়ার মত ক্ষমতা দেখাতে পারবেন কি? যদি তিনি মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেন বা তার প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে মতুয়া সম্প্রদায়ের ভোট ভবিষ্যতে যে তৃণমূলের বিরুদ্ধেই যেতে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই রাজনীতির মারপ্যাঁচ বুঝে একদিকে মতুয়া সম্প্রদায়, অন্যদিকে মহুয়া মৈত্র, এই দুইয়ের আড়াআড়ি বিভাজনে শ্যাম না কুল, কোনটা রক্ষা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।