Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মালদহেও এবার পদ্মফুলের জয়জয়কার! তবে এই আসন নিয়ে গ্যারান্টি দিতে নারাজ শুভেন্দু!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
উত্তরবঙ্গ এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি। গত ২০১৯ এর লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গে বিজেপির যে অভূতপূর্ব ফলাফল হয়েছে, তাতে ২০২৬ এর নির্বাচনেও যে উত্তরবঙ্গে বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করবে, সেই ব্যাপারে আশাবাদী নেতৃত্বরা। আজ একদিকে দক্ষিণ দিনাজপুর এবং অন্যদিকে মালদহে দুটি সভায় এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরড়ঙ্গে যে মালদহে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এত বাস, যাদের ভোট বিজেপি সেভাবে পায় না, সেখানেও এবার পদ্মফুল ফুটবে বলে জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র এই মালদহ জেলার একটি আসন নিয়ে কোনোরূপ গ্যারান্টি দিতে পারলেন না তিনি। আর তার পেছনেও যে বড় অংক রয়েছে, সেই কথাও প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি নেতৃত্বরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতিতে যোগ দিচ্ছেন। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের জেলায় জেলায় সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর প্রত্যেকটি সভা থেকেই তিনি দাবি করছেন যে, এবার তৃণমূলকে যেভাবেই হোক, ক্ষমতাচ্যুত করতে হবে। সেক্ষেত্রে রাজ্যের হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে মালদহ জেলায় মুসলিম ভোটারের সংখ্যা বেশি রয়েছে। তাই সেখানে বিজেপি আদৌ কি ভালো ফলাফল করতে পারবে, এই প্রশ্ন অনেকের মধ্যেই রয়েছে। কিন্তু আজ দক্ষিণ দিনাজপুরের সভা করে মালদহে এসে এখানে বিজেপির কি ফলাফল হবে, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “বিজেপি এখানে ৬ থেকে শুরু করবে। ৮ ও হতে পারে, ৯ ও হতে পারে। কোথায় গিয়ে থামবে, আমি জানি না। একমাত্র হিন্দু যেখানে ৮ শতাংশ আছে, সেই সুজাপুর ছাড়া ১১ টি আসনেই বিজেপির জেতার সম্ভাবনা আছে। আর সুজাপুরে যেহেতু ৮ শতাংশ হিন্দু আছে, তাই ওখানকার গ্যারান্টি আমি নেব না।”

Exit mobile version