Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস! আদালতের নির্দেশের পরেই বিস্ফোরক সাধ্বী প্রজ্ঞা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন ধরে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে কাঠগড়ায় ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। বিভিন্ন ক্ষেত্রে তাকে বদনাম করার চেষ্টা করেছিলেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি এই ব্যাপারে বিজেপিকেও নানা কথা শুনতে হত। কিন্তু আজ সেই মালেগাঁও বিস্ফোরণ মামলায় আদালতের নির্দেশে বেকসুর খালাস পেয়েছেন প্রজ্ঞা ঠাকুর সহ ৭ জন অভিযুক্ত। যার ফলে যারা এতদিন সেই সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সহ বিজেপিকে এই মালেগাঁও বিস্ফোরণ নিয়ে আক্রমণ করেছিলেন, তারাই পাল্টা প্রশ্নের মুখে পড়ে গেলেন।

বস্তুত, মালেগাঁও বিস্ফোরণ মামলায় এদিন আদালতের পক্ষ থেকে বেকসুর খালাস দেওয়া হয় প্রজ্ঞা ঠাকুর সহ ৭ জন অভিযুক্তকে। বিচারক বলেন, “বিস্ফোরণ হলেও বিস্ফোরক যে প্রজ্ঞা ঠাকুরের এলএমএল ফ্রিডম মোটর সাইকেলে রাখা ছিল, তার প্রমাণ মেলেনি। ইঞ্জিনের নাম্বার নিয়েও সন্দেহ রয়েছে। তাই যে বাইক বা মোটর সাইকেলে বিস্ফোরক রাখা ছিল বলে সন্দেহ তার মালিক যে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরই, তার কোনো প্রমাণ মেলেনি।” আর এতেই রীতিমত স্বস্তিতে প্রাক্তন বিজেপি সাংসদ। তবে বিগত ২০০৮ সাল থেকে তাকে যেভাবে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে, তার জন্য এবার আদালতের নির্দেশের পর বেকসুর খালাস হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রজ্ঞা ঠাকুর।

এদিন এই প্রসঙ্গে প্রজ্ঞা ঠাকুর বলেন, “এই মামলা আমার গোটা জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি শুরু থেকেই বলে আসছি যে, কাউকে তদন্তের জন্য ডাকা হলে তার পেছনে একটা ভিত্তি থাকা উচিত। আমাকে ডেকে গ্রেফতার করা হয়। আমার ওপর অত্যাচার করা হয়। আমি একজন সাধ্বীর জীবন কাটাতাম। অথচ আমাকেই অভিযুক্ত করা হলো। কেউ আমার পাশে দাঁড়ালো না, আমি এখনও বেঁচে আছি। কারণ, আমি একজন সন্ন্যাসিনী। ওরা ষড়যন্ত্র করে ভাগ্য মানে গেরুয়ার অপমান করেছে। হিন্দুত্ব জিতে গিয়েছে। যারা দোষী, ভগবান তাদের শাস্তি দেবেন।”

Exit mobile version