Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এরা নাকি বাঙালিদের পার্টি? মমতা-অরূপের ভুলে ভরা চিঠি প্রকাশ্য সভায় দেখিয়ে তুলোধোনা শুভেন্দুর!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি যুবভারতী কান্ডের পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন অরূপ বিশ্বাস। তবে তার পদত্যাগের যে চিঠি সামনে এসেছে, তা নিয়ে আবার বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলেই হাসছেন সেই চিঠিকে দেখে। একজন এত বড় মাপের মন্ত্রী, তিনি বাংলা লেখায় এত ভুল করতে পারেন কি করে? যে তৃণমূল কংগ্রেস বাঙ্গালীদের অস্মিতা নিয়ে বড় বড় কথা বলে, তাদের এত বড় নেতার শব্দে এত ভুল কি করে দেখতে পাওয়া যায়, তা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। তবে শুধু কি অরূপ বিশ্বাস? অরূপ বিশ্বাসের সেই পদত্যাগ পত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী পাল্টা যে লেখা লিখেছেন, সেখানেও যে ব্যাপক ভুল রয়েছে, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর গতকাল লাভপুরের সভা থেকে বাংলা ও বাঙালিদের পার্টি বলে যে তৃণমূল নিজে থেকে দাবি করে, তাদের মাথা থেকে শুরু করে সবাই যে চূড়ান্ত অশিক্ষিত, বাংলা, ইংরেজি কোনো ভাষা সম্পর্কেই যে এদের কোনো বোধ নেই, তা প্রকাশ্যে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যুবভারতী কান্ডের বিতর্ককে ধামাচাপা দিতে রাজ্যের প্রশাসন অনেক চেষ্টা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। যার কারন হিসেবে অরূপ বিশ্বাস লোক দেখানো পদত্যাগ করেছেন বলেই দাবি করছে বিরোধীরা। তবে সেই পদত্যাগ পত্রে যেভাবে বাংলা শব্দে ভুল বানান রয়েছে, তাতে সকলেই তৃণমূলকে কথা শোনাতে ছাড়ছেন না। তবে অরূপ বিশ্বাসের পাশাপাশি তার সেই পদত্যাগ পত্র গ্রহণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে যে সমস্ত কথা লিখেছেন, তা নিয়েও এবার উঠে গেল বড়সড় প্রশ্ন। সেই ইংরেজিতে লেখা চিঠিতেও যে বিরাট ভুল রয়েছে, এবার নিজের দুই হাতে অরূপ বিশ্বাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভুলে ভরা লেখা দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন লাভপুরের সভায় পরিবর্তন সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “এরা নাকি বাঙালির দল! আমরা নাকি অবাঙালি পার্টি। মুখ্যমন্ত্রীকে চিঠি। বলছেন, শ্রদ্ধেয়া দিদি। দিদি মুখ্যমন্ত্রী? আমরা তো জানি, উনি এখন পিসি। আমি যখন তৃণমূল করতাম, তখন উনি দিদি ছিলেন। দেখুন, ক্রীড়ামন্ত্রী লিখেছেন, ক্রীয়াঙ্জনে। এরা বাঙালি? অরূপের লেখা দেখুন। চোর অরূপ। বিদ্যুৎ দপ্তর থেকে মাল তুলছে বাবুসোনাকে দিয়ে। দু হাতে মাল তুলছে।” আর তারপরেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “ছাত্রর চিঠি দেখালাম। এবার দিদিমণির চিঠি দেখুন। তিনি বলছেন, অফার এ রিলিফ। বিলিভ মানে কি? ত্রাণ দিলেন। ছাত্রও যা, দিদিমণিও তাই। এ বাংলায়, সে ইংরেজিতে।”

Exit mobile version