প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যখনই বর্ষা আসে, তখনই ঘাটাল ভাসতে শুরু করে। সরকার পরিবর্তন হয়। কিন্তু ঘাটালের মানুষের চোখের জল কোনো সরকারই মুছতে পারেনি। প্রতিশ্রুতি অনেক হয়েছে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণে তৃণমূল সরকার যে ব্যর্থ, তা খুব ভালো মতই উপলব্ধি করেছেন ঘাটালের মানুষ। সেলিব্রিটি সাংসদকে এনেও যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, তা বোঝাই যাচ্ছে। তবে এবার তারা একমাত্র ভরসা করতে পারেন বিজেপিকে। কারণ বিজেপি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেনি। তাই তারা ক্ষমতায় এলে ঘাটালের প্রতিশ্রুতি পূরণে নেওয়া হবে বড় উদ্যোগ বানভাসী ঘাটালে গিয়ে তেমনটাই আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, সম্প্রতি ঘাটালে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কথা বলেছেন। তিনি এটাও বলেছেন যে, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রচুর অর্থ বরাদ্দ করা হচ্ছে। এমনকি এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকেও নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তবে আজ সেই ঘাটাল এলাকা পরিদর্শন করে একটি সভা থেকে ঘাটালের মানুষের প্রতিশ্রুতি পূরণে বিজেপিই বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যান করে দেখাবে, তা সবার সামনে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, “৩৪ বছরে সিপিএম করেনি। ১৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। ২৬ এ বিজেপিকে আনুন। কেলেঘাই, কপালেশ্বরের মত ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে।” এখন তৃণমূলের পক্ষ থেকে বলা হতেই পারে যে, বিজেপি যেসব রাজ্যের ক্ষমতায় আছে, সেখানে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। অনেক কিছুই তারা পূরণ করতে পারেনি। তাই এই সমস্ত কথা বলে শুধুমাত্র ভোটের আগে মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা শুভেন্দুবাবু এবং তার দল করছেন। তবে তৃণমূলের এই বক্তব্যকে পাল্টা খণ্ডন করছে বিজেপি।
গেরুয়া শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কোনোটাই পূরণ করেননি। কলকাতাও লন্ডন হয়নি, উত্তরবঙ্গও সুইজারল্যান্ড হয়নি। এমনকি এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যে কথা বলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অপপ্রচার করছেন। তিনি কোনোদিনই ঘাটালের মানুষের এই প্রত্যাশা পূরণ করতে পারবেন না। আর বিজেপি এখনও পর্যন্ত বাংলার মানুষের কাছে পরিক্ষিত নয়। তারা এখনও পর্যন্ত বাংলায় ক্ষমতায় আসেনি। তাই অনেক দলকে ঘাটালের মানুষ দেখেছে। কিন্তু এবার বিজেপিকে তাদের পরখ করে দেখার প্রয়োজন রয়েছে। ২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবে বলেই দাবি গেরুয়া শিবিরের।