প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি একটি সর্বভারতীয় রাজনৈতিক দল। আর সবথেকে বড় কথা, তারা একটি শৃঙ্খলা পরায়ন দল। আর যেদিন থেকে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী, সেদিন থেকেই একেবারে শৃঙ্খলাবদ্ধ সৈনিকের মত দলীয় পরম্পরা এবং রীতিনীতি মেনে সমস্ত কাজ করছেন তিনি। দলের কিছু বিষয় নিয়ে তার অভাব, অভিযোগ থাকতেই পারে। কিন্তু কখনও শুভেন্দুবাবুর মুখ থেকে বাইরে সংবাদমাধ্যমের সামনে কোনো অভিমান, অভিযোগ শুনতে পাওয়া যায়নি। আর বিজেপির মত দলে শুভেন্দু অধিকারীর মত এই ধরনের শৃঙ্খলাবদ্ধ সৈনিকের যে অত্যন্ত প্রয়োজন, তা খুব ভালো মতোই জানে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় ক্ষমতা দখলের ব্যাপারে শুভেন্দু অধিকারীর ওপর যথেষ্ট ভরসা করেন। মাঝেমধ্যেই তিনি দিল্লিতে যান। কিন্তু কি কারনে দিল্লি যাচ্ছেন, কার সঙ্গে বৈঠক করবেন, সেই সমস্ত আভ্যন্তরীণ বিষয় কোনোদিনই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেন না রাজ্যের বিরোধী দলনেতা। আজ আবার সাত সকালে দিল্লি উড়ে গেলেন তিনি। তবে রাজধানীতে যাওয়ার আগে বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে যে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে, সেই কথাও জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
বিহার জয়ের পর পশ্চিমবঙ্গ জয় করাই যে বিজেপির কাছে প্রধান টার্গেট, তা বিহারের ফলাফল প্রকাশের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সংগঠনের কাজে গতি আনতে দফায় দফায় বৈঠক করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। আজ বঙ্গ বিজেপির সমস্ত সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মাঝেই সাত সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সামনেই যখন বিধানসভা নির্বাচন, তখন তিনি যে এমনি এমনি দিল্লি যাচ্ছেন না, এর পেছনে যে যথেষ্ট কারণ রয়েছে, সেই সম্পর্কে নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। তবে কি কারণে তার এই দিল্লি সফর, সেই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই নিজের কর্মসূচি জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন সাতসকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকরা তার এই দিল্লি সফর নিয়ে তাকে প্রশ্ন করেন। যদিও বা শুভেন্দু অধিকারী রাজনৈতিক কোন কর্মসূচি করছেন, দলের কার সঙ্গে কখন কি মিটিং করছেন, তার কোনোটাই বাইরে ব্যাখ্যা করেন না। অনুগত সৈনিকের মত সমস্ত শৃঙ্খলা মেনে চলেন তিনি। তবে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, “আমি এই ব্যাপারে সাংবাদিকদের বলব কেন? আজকে আমার পার্লামেন্টে ৩ টার সময় সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে একটা মিটিং আছে। তারপর আমার কিছু ইন্টারনাল কাজ আছে। পরবর্তীতে লেট নাইটে আমি আবার ব্যাক করবো। আর এর কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য নয়।”
