Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“মমতা কেঁদে কুল ভাসালেও আটকাতে পারবে না” কোন ইস্যুতে এমন মন্তব্য সুকান্তর?

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআরের যে কাজ হতে দেখা যাচ্ছে, তাতে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে বিজেপির কথায় চলছে বলে ইতিমধ্যেই একাধিক অভিযোগ করেছেন তিনি। এমনকি ধর্না দেওয়ার মত হুমকি, হুঁশিয়ারিও শোনা যাচ্ছে তার মুখ থেকে। তবে মুখ্যমন্ত্রী যতই চিৎকার করুন, তিনি যে বুঝতে পারছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম আর ভোটার তালিকায় থাকবে না, এবং সেই কারণেই যে তার এই আর্তনাদ, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। তাই মুখ্যমন্ত্রীর এই আর্তনাদে যে অনুপ্রবেশ কারীদের নাম কোনোমতেই রাখা হবে না, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

গতকাল এসআইআরের ফর্ম আপলোডের সময়সীমা শেষ হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৬০ লক্ষের কাছাকাছি নাম বাদ যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। শুনানির পর আরও অনেক নাম বাদ যেতে পারে বলেই মনে করছে বিরোধীরা। প্রতিনিয়ত বিরোধী দলনেতা দাবি করছেন যে, ১ কোটির কাছাকাছি নাম বাদ যাবে, আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর এত যন্ত্রনা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই নির্বাচন কমিশনকে বিজেপির দালাল বলে আখ্যায়িত করুন, যতই তিনি কারও নাম বাদ গেলে ধর্না দেওয়ার কথা বলুন, তার এই সমস্ত বক্তব্যে যে বিজেপি কোনোমতেই ভয় পায় না, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এমনকি মুখ্যমন্ত্রী কেঁদে ভাসালেও অনুপ্রবেশকারী এবং অবৈধ ভোটারদের রাখতে পারবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “যারা বাংলাদেশী মুসলিম, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা তাদের ফেরত যেতে হবে, যেতে হবে, যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপর ডিপোটও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কূল ভাসিয়ে দিন। তাও আটকানো যাবে না।”

Exit mobile version