Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মমতা পুলিশের জন্য বড়সড় ধাক্কা! আদালতে জামিন নওশাদ সিদ্দিকী সহ ৯৫ কর্মীর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল ধর্মতলায় সংসদীয় ওয়াকফ আইন সহ একাধিক বিষয়ে প্রতিবাদ কর্মসূচি ছিল আইএসএফের। কিন্তু সেখানে পুলিশি বাধাকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় বহু আইএসএফ কর্মীকে। এমনকি আটক করা হয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও। আর আজ তাদের আদালতে তোলা হয়। আর সেখানেই বড়সড় ধাক্কা খায় এই রাজ্যের পুলিশ। যেখানে নওশাদ সিদ্দিকী সহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই ৯৫ জনেরই জামিন মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, গতকাল ধর্মতলায় আইএসএফের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে যেমন বাধা দেওয়া হয়, ঠিক তেমনই পুলিশের দুর্ব্যবহার নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন আইএসএফ কর্মীরা। জোর করে প্রচুর আইএসএফ কর্মী এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের বিরুদ্ধে জেলায় জেলায় আইএসএফ কর্মীরা প্রতিবাদে নামেন। গতকাল জোড়াসাঁকো থানায় রাখা হয় নওশাদ সিদ্দিকীকে। আর আজ তাকে আদালতে তোলার সময় আইএসএফ কর্মীরা আদালতের বাইরে নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে স্লোগান দিতে শুরু করেন। সকলেই তাকিয়ে ছিলেন যে, আদালতের পক্ষ থেকে কি নির্দেশ আসে, সেই দিকে।

এদিকে আজ নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন কর্মীকে আদালতে তোলার পরই আইএসএফ কর্মীদের জন্য বড়সড় সুসংবাদ আসে। যেখানে খবর পাওয়া যায় যে, প্রত্যেকেরই জামিন মঞ্জুর করেছে আদালত। আর সেই খবর প্রকাশ হওয়ার পরেই রীতিমত উজ্জীবিত হয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পুলিশ দিয়ে তাদের আন্দোলনকে যে এভাবে আটকে রাখা যাবে না, সেই ব্যাপারে আরও নিশ্চিত হয়ে উচ্ছাস প্রকাশ করেন আইএসএফ কর্মীরা। স্বাভাবিক ভাবেই পুলিশের পক্ষ থেকে আইএসএফ বিধায়ক সহ প্রচুর কর্মীকে গ্রেফতার করা হলেও, শেষ পর্যন্ত আদালতে যেভাবে তাদের জামিন মঞ্জুর করা হলো, তাতে আরও একবার বড়সড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version