Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking মমতা প্রশাসনের জন্য বড়সড় ধাক্কা? এবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে তামান্নার পরিবার!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে অভয়ার মৃত্যু থেকে শুরু করে যত বড় বড় ঘটনা ঘটেছে, সব কিছুতেই রাজ্য পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। বারবার করে যে পরিবারের সঙ্গে অপরাধ হয়েছে, যারা দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন, তারা পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে বারবার এই রাজ্যের পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে তাদের আড়াল করার চেষ্টা করছে। এমনটাই অভিযোগ উঠেছে। আর এবার কালীগঞ্জের উপনির্বাচনের দিন যে ছোট্ট নাবালিকার বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছিল, সেই নাবালিকার পরিবার পুলিশি তদন্তের ওপর চরম অনাস্থা প্রকাশ করলেন। এমনকি প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে এবার কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়ে সিবিআই তদন্তের দাবি জানাতে চলেছেন কালীগঞ্জের নিহত নাবালিকা তামান্না খাতুনের মা।

বলা বাহুল্য, কিছুদিন আগেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হয়। আর ভোটের ফলাফল প্রকাশ হওয়ার দিনেই ঘটে যায় ভয়ংকর মর্মান্তিক ঘটনা। যেখানে এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর সেই ঘটনায় ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের মৃত্যু হয়। আর তারপর থেকেই তামান্নার পরিবার সুবিচারের দাবিতে গর্জে উঠছে। আর এবার পুলিশের ওপর চরম অনাস্থা প্রকাশ করে সেই তামান্নার মা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন।

প্রসঙ্গত, এদিন সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন নিহত নাবালিকা তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন. তিনি বলেন, “কলকাতা হাইকোর্টে যাব। সিবিআই তদন্ত চাইব। এখানে পুলিশের উপর ভরসা নেই। পুলিশ আমাদের এক বলছে, আর ওদের সঙ্গে আর এক কাজ করছে। ওই জন্য পুলিশের ওপর ভরসা নেই। আমরা সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে যাব। আবার শুনছি নাকি ফেসবুকে লেখা হচ্ছে, তামান্নার মা রাজনীতি করছেন। তামান্নাকে মেরে দিয়েছে, আর তামান্নার মা বিচার চাইবে না! আইনের কাছে কোর্টের কাছে সাহায্য চাইবে না! আমার মেয়েকে মেরেছে। যারা খুনি, ওদের নিয়ে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য পুলিশ. ওটা রাজনীতি হচ্ছে না? পুলিশ আমাদের এক বলছে, ওদের এক বলছে। পুলিশ আমার সঙ্গে খেলছে। আমার মেয়ের মৃত্যু-রক্ত নিয়ে খেলছে পুলিশ।”

বিশেষজ্ঞরা বলছেন, এই তামান্নার পরিবার বামপন্থী পরিবার বলেই শাসকের একাংশ দাবি করেন। তবে যে পরিবারই হোক না কেন, যে ঘটনা ঘটেছে, যে নাবালিকা মৃত্যু হয়েছে, সে তো কোনো রাজনীতি বুঝত না। তাই নিঃসন্দেহে তৃণমূল এই ঘটনার পর কিছুটা হলেও ব্যাকফুটে বলেই দাবি করছেন একাংশ। তবে এবার শাসকের অস্বস্তি বাড়িয়ে পুলিশের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়ে যেভাবে তামান্নার মা তা্য মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে কলকাতা হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানাবেন বলে জানিয়ে দিলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বড়সড় ধাক্কা খেলো। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version