প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে বোমা, বারুদ এবং জঙ্গি কার্যকলাপের খবর মাঝেমধ্যেই পাওয়া যায়। তাই দিল্লি বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গের সঙ্গে যদি এর কোনো যোগ খুঁজে পাওয়া যায়, তাহলে অবাক হওয়ার মত বিষয় নেই বলেই দাবি করে বিরোধীরা। আর এসবের মধ্যেই দিল্লি বিস্ফোরণ কান্ডের পর যখন বিভিন্ন মহলে চর্চা চলছে, ঠিক তার মাঝেই পশ্চিমবঙ্গ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যেভাবে রাজ্যে বোমা বারুদের আতুড়ঘর তৈরি হয়েছে, যেভাবে রাজ্যের একটা বড় অংশের জেলাগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখতে পাওয়া যাচ্ছে, তাতে এই সরকারের আমলে দুয়ারে উগ্রপন্থী চালু হয়েছে বলে কটাক্ষ করলেন তিনি।
ইতিমধ্যেই দিল্লি বিস্ফোরণ কান্ডের পর তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা সাংবাদিক বৈঠক করেছেন। আর সেখানেই তারা চিৎকার, চেঁচামেচি করে দাবি করেছেন যে, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নাকি ভারতবর্ষের নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে। তবে যে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত বোমা, বারুদ বিস্ফোরণ হয়, যেখানে সন্ত্রাসবাদীরা নিজেদের নিরাপদ স্থল বলে মনে করে, সেই রাজ্যের শাসক দলের নেতাদের মুখ থেকে এই সমস্ত নীতিবাক্য মানায় না বলে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। আর এসবের মধ্যেই পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, রাজ্যে যে পরিস্থিতি চলছে, তাতে বর্তমান সরকার বাংলার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ বলেও দাবি করলেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই দিল্লি বিস্ফোরণ কান্ডের প্রসঙ্গ তুলে ধরে এর সঙ্গে বাংলার যোগ থাকলেও তিনি অবাক হবেন না বলে দাবি করেন। সুকান্তবাবু বলেন, “এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে, কোনো না কোনো ভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে তা জুড়ে আছে, এমনটাই দেখা গিয়েছে। তাই এবারেও যদি এরকম কিছু হয়, আমি অন্তত আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে, তাহলে এখনই যে অবস্থা হয়েছে, তাতে দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে। আগামী দিনে আপনার বাড়ির সামনেও ফাটবে। দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম উগ্রপন্থীদের আখড়া হয়ে গিয়েছে।”
