প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে তৃণমূল সরকারের আমলে কত পরিমান দুর্নীতি হয়েছে, কিভাবে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন নেতা, মন্ত্রীরা, তা ইতিমধ্যেই সামনে এসেছে। বারবার করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূলের জনপ্রতিনিধিদের নাম উল্লেখ করে খোঁচা দিতে দেখা যায় বিজেপি নেতাদের। আর আজ তৃণমূল সরকারের আমলে কারা কারা জেলে গিয়েছে এবং কোন কোন জনপ্রতিনিধি দুর্নীতি করেছেন, তার লম্বা তালিকা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।
ইতিমধ্যেই এই রাজ্যের বুকে তৃণমূল সরকারের আমলে প্রচুর নেতা মন্ত্রী জেল যাত্রা দেখেছে বাংলা। টাকার বিনিময়ে যেভাবে চাকরি বিক্রি করা হয়েছে, তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে যুবসমাজ। শুধু নিয়োগ দুর্নীতি নয়, রেশন দুর্নীতি থেকে শুরু করে পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধিদের নাম জড়িয়ে পড়েছে বলেই অভিযোগ। আর সেই সমস্ত নেতাদের কথা তুলে ধরেই আজ সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুঝিয়ে দিলেন, তৃণমূলের আমলেই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আপনার মন্ত্রীর ঠিকানা থেকে ২৭ কোটি টাকা পাওয়া যায়, যা গুনতে গুনতে নোট গোনার মেশিনও গরম হয়ে যায়। আপনার কোনো দায় নেই? পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, জীবনকৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষেরা জেলে যান। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়দের অভিযুক্ত বলা হয়। কুনাল ঘোষ তিন বছর জেল কাটিয়ে আসেন। আর আপনি বলছেন, দুর্নীতি হচ্ছে না! আপনি চোখ বন্ধ করে আছেন। কিন্তু বাংলার জনতা চোখ বন্ধ করে বসে নেই।”
