Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মমতার আমলে সুরক্ষিত নয় কন্যারাও! এবার খাস দক্ষিণ কলকাতায় প্রতিবাদে শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গত বছর আগস্ট মাসে অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা নাড়া দিয়েছিল গোটা রাজ্যকে। যে ঘটনার এক বছর পূরণ হওয়ার আর তিন দিনের মত বাকি রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অভয়ার পরিবার বিচার পায়নি। রাজ্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিল যে, এরপর আর এরকম কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে রাজ্যে যে মহিলাদের সুরক্ষা বলতে কিছু নেই, এমনকি শুধু মহিলা কেন, কন্যারাও যে সুরক্ষিত নয়, তা একের পর এক ঘটনার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। কালীগঞ্জে উপনির্বাচনের পরে এক শিশু কন্যার মৃত্যু, তারপর আবার কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনা। স্বাভাবিক ভাবেই বারবার পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। আর তারপরেই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছিলেন যে, তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে কন্যা সুরক্ষা যাত্রা নামক কর্মসূচি নেবেন। সেই মত তার কর্মসূচি চলছে। আর আজ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ কলকাতায় এই কর্মসূচিতে যুক্ত হলেন শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, কালীগঞ্জের ঘটনার পর কসবার ল কলেজের ঘটনা ঘটে যাওয়ার পরেই শুভেন্দু অধিকারী তার পরবর্তী কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, এরপর থেকে তিনি যে সমস্ত কর্মসূচি করবেন, তাতে কন্যা সুরক্ষা যাত্রা নামক কর্মসূচি থাকবে। এক্ষেত্রে বাংলার মহিলা, মা, বোন, এমনকি কন্যাদের সুরক্ষার দাবিতে তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করবেন, প্রতিবাদ করবেন। আর সেই মতই আজ দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়। যেখানে গড়িয়া মোড় থেকে রানিকুঠি পর্যন্ত একটি মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। যে মিছিলে বিজেপি কর্মীরা তো বটেই রাজ্যের সাধারণ মানুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারী এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যের মাতৃশক্তির প্রতি যেমন সম্মান প্রদর্শন করার চেষ্টা করছেন, তাদের সুরক্ষার দাবিতে সোচ্চার হচ্ছেন, ঠিক তেমনই বাংলার মা-বোনেদের আরও আস্থাভাজন হয়ে উঠছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার মহিলাদের লক্ষীর ভান্ডার দিয়ে তাদের ভোট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু লক্ষীর ভান্ডার দিলেই যে মহিলাদের জীবন সুরক্ষিত থাকবে না, তা একের পর এক ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট। তাই বাংলায় লক্ষীর ভান্ডার নয়, লক্ষ্মীদের সুরক্ষা যে সবার আগে, তা এই কন্যা সুরক্ষা যাত্রার মধ্যে দিয়েই তুলে ধরার চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভা নির্বাচনের আগে সেই রকমই একটি কর্মসূচি করে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতায় শাসক শিবিরকে রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Exit mobile version