Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মমতার দুয়ারে ভয়ংকর বিপদ? এবার মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ইডির! জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তার শোরগোল ফেলে দিয়েছিল। যেখানে কোটি কোটি টাকার পাহাড়ের চিত্র পর্যন্ত সামনে আসে। যা দেখে অবাক হয়ে যায় গোটা বাংলা। পরবর্তীতে গত বছর জুলাই মাসের দিকে রাজ্যের আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ লক্ষ টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর সেই টাকার ব্যাপারে মন্ত্রীকে প্রশ্ন করা হলেও, তিনি ঠিকমত উত্তর দিতে পারেননি বলেই জানা গিয়েছে। আর এবার সেই মন্ত্রীর বিরুদ্ধেই দেওয়া হলো চার্জশিট।

বলা বাহুল্য, সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে কি আরও বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের দিকে? ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বুধবার ইডি একটি চার্জশিট জমা দিয়েছে। আর সেখানেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের এই মন্ত্রীর দুটি ব্যাংক একাউন্টে দেড় কোটি টাকার মত বিপুল অর্থ জমা পড়েছে। স্বাভাবিকভাবেই এই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলেও তিনি এর সদুত্তর দিতে পারেননি বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর তার পরিপ্রেক্ষিতেই এবার সেই মন্ত্রীর বিরুদ্ধে জমা দেওয়া চার্জশিট রাজ্যের শাসক শিবিরকে রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দিলো বলেই মনে করছেন একাংশ।

বিরোধীদের দাবি, গোটা তৃণমূল দলটাই দুর্নীতিতে বিপর্যস্ত। এরা সকলেই চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছে। অনেকের নাম সামনে এসেছে। অনেকের নাম এখনও গোপনে রয়েছে। তবে সুবিধে যারা পেয়েছে, যারা মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে অর্থনৈতিক সুবিধে নিয়েছেন, তাদের প্রত্যেকের গ্রেফতারি প্রয়োজন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতে আরও অনেকের নাম সামনে আসবে বলেই দাবি বিরোধী শিবিরের।

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত চাপে রয়েছেন। তার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে দিলো, তাতে এই চাপ শেষ পর্যন্ত সামাল দিতে পারবেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী? যার বিরুদ্ধে চার্জশিট, তিনি তার দলেরই টিকিটে নির্বাচিত একজন মন্ত্রী। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ বিরোধীদের হাতে বাড়তি হাতিয়ার তুলে দেওয়ার পাশাপাশি এই তৃণমূল সরকারকেই প্রশ্নবানে বিদ্ধ করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version