Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মমতার কাছ থেকে গুরু দায়িত্ব পেয়েই ফের ফোরফ্রন্টে কেষ্ট, জেলা জুড়ে আন্দোলনের ডাক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় সভাপতি হিসেবে বীরভূম জেলায় দাপট দেখিয়েছেন তিনি। কিন্তু জেল যাত্রার পর পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। ধীরে ধীরে তার বিরোধী গোষ্ঠীর নেতা কাজল শেখের উত্থান ঘটেছে। এমনকি তিনি জেল থেকে ফিরে আসার পর নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। যেখানে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ায় দলে আর সেভাবে তার উত্থান হবে না বলেই অনেকে মনে করেছিলেন। কিন্তু সম্প্রতি বীরভূম জেলায় এসে নিজের স্নেহভাজন কেষ্ট মন্ডলকে আবার গুরু দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। যা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে বিভিন্ন মহলে। যে অনুব্রত মণ্ডল পুলিশকে হুমকি দিয়ে তার মা, বউকে গালিগালাজ করেন, তাকে তৃণমূল দলের সুপ্রিমো তথা পুলিশ মন্ত্রী কি করে দলের আরও বড় পদে বসান, তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। তবে এসবকে পরোয়া না করে এবার আহ্বায়ক হয়েই দলীয় বৈঠকের পর বড় ঘোষণা করলেন সেই অনুব্রত মণ্ডল।

বলা বাহুল্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বীরভূম জেলায় এসেছিলেন। আর সেখানেই অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা তৃণমূলের আহ্বায়ক পদে বসান তিনি। বর্তমানে বীরভূম জেলায় কোর কমিটি রয়েছে। আর সেই কোর কমিটির সদস্য সংখ্যা ১০ জন। যার মধ্যে অনুব্রত মণ্ডল আহ্বায়ক হিসেবে রয়েছেন। গতকাল সেই কোর কমিটির বৈঠক ছিল। আর সেখানেই বীরভূম জেলা জুড়ে আন্দোলনের ডাক দিলেন কেষ্ট মন্ডল।

মূলত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ছবিতে বিরোধীদের পক্ষ থেকে কালি লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদেই আজ বীরভূম জেলার প্রত্যেকটি ব্লকে, ব্লকে মিছিল করার নির্দেশ দিয়েছেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। যদিও বা বিরোধীরা পাল্টা অনুব্রত মণ্ডলকে খোঁচা দিতে ছাড়ছেন না। গেরুয়া শিবিরের দাবি, কে মিছিলের ডাক দিচ্ছেন? যিনি বীরভূমের সংস্কৃতিকে নষ্ট করেছেন, যিনি লালমাটির সংস্কৃতিকে নষ্ট করে একজন পুলিশ কর্তাকে ফোন করে তার মা, বউকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন, তিনি আজকে মানুষকে সংস্কৃতি শেখাচ্ছেন? তৃণমূল দলের যে কৃষ্টি, সভ্যতা বলতে কিছু নেই, তা তো অনুব্রত মণ্ডলকে আরও একবার গুরুদায়িত্ব দেওয়ার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী দিনে এই অনুব্রত মণ্ডল এবং তার দল তৃণমূল কংগ্রেসকে বীরভূম জেলা জুড়ে সাধারণ মানুষের উৎখাত করবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

Exit mobile version