প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশ প্রশাসন যে শুধুমাত্র তৃণমূলের তাবেদারি করতেই ব্যস্ত, তা বিভিন্ন ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। গতকাল কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে হামলা হওয়ার পরেও যারা সেই ঘটনার সঙ্গে প্রধান ভাবে জড়িত, তাদের কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ। তবে আইন পালন করা, আইনকে মান্যতা দেওয়া রাজ্যের বিরোধী দলনেতা নিজের দায়িত্ব, কর্তব্যটুকু পালন করেছেন। তিনি খুব ভালো মতই জানেন যে, এই রাজ্যের পুলিশ সহজে পদক্ষেপ গ্রহণ করবে না। কিন্তু পরবর্তীতে আরও বৃহত্তর জায়গায় গেলে তিনি এফআইআর করেননি, তিনি কোথাও অভিযোগ করেননি, এরকম প্রশ্নের মুখে যাতে পড়তে না হয়, তার জন্য যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, ঠিক সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধেই এফআইআর করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বস্তুত, গতকালই কোচবিহারে খাগড়াবাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়। তার বুলেটপ্রুফ গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। অল্পের জন্য রক্ষা পান শুভেন্দুবাবু। আর তারপর থেকেই তিনি অভিযোগ করছেন যে, রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমানদের দিয়ে উদয়ন গুহর নেতৃত্বেই এই হামলা হয়েছে। আর এবার সেই ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সহ ৪১ জনের নামে এফআইআর করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে প্রশ্ন উঠছে যে, শুভেন্দুবাবুর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা রয়েছে এই রাজ্যের পুলিশের? কেননা এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে, গতকালের এই ঘটনায় মাত্র ৩ জন ব্যক্তি গ্রেফতার হয়েছেন। স্বাভাবিক ভাবেই যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে, একসাথে অনেক জন মিলে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা করছে! আর সেখানে মাত্র তিন জনকে দেখতে পেল পুলিশ?
বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, এই রাজ্যের পুলিশ পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের আড়াল করতেই চেষ্টা চালাবে। কারণ যে রাজ্যের একজন পুলিশ আধিকারিককে তৃণমূলের একজন নেতা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তারপরও তাকে গ্রেফতার করতে পারে না পুলিশ, সেই রাজ্যের পুলিশের যে মেরুদন্ড বলতে কিছু নেই, তা তো বোঝাই যাচ্ছে। আর উদয়ন গুহর বিরুদ্ধে অ্যাকশন নিলে সেই পুলিশের তো চাকরি থাকবে না। তাই শুভেন্দুবাবু হয়ত এফআইআর দায়ের করেছেন। কিন্তু পুলিশের কাছ থেকে নিরপেক্ষ পদক্ষেপ আশা করা আষাঢ়ে গল্পের সমান বলেই খোঁচা দিচ্ছে বিরোধীরা। তবে পুলিশ পদক্ষেপ না নিলেও, শুভেন্দু অধিকারী যে গতকালের ঘটনার সমস্ত হিসাব রেখেছেন এবং সুদে আসলে তার হিসাব নেবেন আইনের দরজা দিয়ে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।