Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মমতার সঙ্গে আসল সেটিং বাম-কংগ্রেসেরই! এই তথ্য সামনে আসতেই উত্তাল বাংলা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মাঝেমধ্যে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, রাজ্যে যে সমস্ত তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে, তাতে ঠিকমত তদন্ত হচ্ছে না। কারণ সেটিং রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে। তবে বিজেপির সঙ্গে যে তৃণমূলের কোনো সেটিং নেই, আসল সেটিং যে বাম এবং কংগ্রেসের সঙ্গে তৃণমূলের, তা আবারও স্পষ্ট হয়ে গেল। যেখানে তৃণমূলের সুবিধা করে দিতেই কি আসন্ন কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একত্রিত হয়ে জোট করে লড়াই করার জন্য প্রার্থী দিয়ে দিলো কংগ্রেস?

জানা গিয়েছে, কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার জোট করেই লড়াই করছে বাম এবং কংগ্রেস। তবে বামেদের পক্ষ থেকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। যেখানে কংগ্রেসের পক্ষ থেকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কাবিলউদ্দিন শেখের নাম। আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই এই এলাকায় সংখ্যালঘু ভোট বেশি রয়েছে। ফলে উপনির্বাচনে এমনিতেই শাসকের দিকে রায় যায়। তার মধ্যে সংখ্যালঘু প্রবণ এলাকা হওয়ার কারণে তৃণমূল নিঃসন্দেহে জিতে যেতে পারে। তবে তার মধ্যে বিজেপিকে একেবারে কুপোকাত করার জন্য বাম-কংগ্রেস জোট করে তাদের ভোটও যাতে নিজেদের দখলে এনে তৃণমূলের জয়ের রাস্তা আরও প্রশস্ত করা যায়, তার জন্যেই এই ব্লু প্রিন্ট সাজিয়ে নিয়েছে বলেই দাবি করছেন একাংশ।

তবে সকলের মধ্যেই কৌতুহল যে, লড়াই কি হবে, তা তো সময় বলবে। কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আগেই কেন বিজেপি সরে যাচ্ছে? কেন তারা এখানে সময় মত প্রার্থী দিচ্ছে না? আর যাই হোক, পশ্চিমবঙ্গে তো এখন বিজেপিই তৃণমূলের বিরুদ্ধে বিকল্প শক্তি। তাই নিজেদের লড়াইয়ের মানসিকতাকে তো মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ জানে যে, উপনির্বাচনে এই রাজ্যে কি ভোট হবে, কি ফলাফল হবে। কিন্তু সামনেই যখন বিধানসভা নির্বাচন, তখন বাম এবং কংগ্রেস জোট করে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করলে বিজেপিকেও তো নিজেদের মত করে প্রচারে থাকা উচিত। কিন্তু এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা না হওয়ায় হতাশ দলীয় কর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, বাম এবং কংগ্রেস খুব ভালো করেই জানে যে, তারা রাজ্যে আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেই কারণে নিজেরা সুবিধা করতে পারবে না জেনেও অপরের যাত্রা ভঙ্গ কি করে করতে হয়, কি করে ভোট ভাগাভাগি করে তৃণমূলের সুবিধা করে দিতে হয়, সেই কাজটাই তারা আপ্রাণ ভাবে করার চেষ্টা করছে। সেই কারণে দুই দল আবার জোট করে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের রাস্তা প্রশস্ত করার জন্যই মরিয়া হয়ে উঠেছে। আর এতেই স্পষ্ট যে, বিজেপির সঙ্গে নয়, আদতে তৃণমূলের সঙ্গেই এই বাংলায় ইন্ডি জোটের মতই তলায় তলায় গোপন সমঝোতা রয়েছে বাম এবং কংগ্রেসের বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Exit mobile version