প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের সরকার আইনশৃঙ্খলা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে যেমন ব্যর্থ, ঠিক তেমনই কলকাতা শহরকে তারা জতুগৃহে পরিণত করেছে। বিভিন্ন সময় শহর কলকাতার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, যেভাবে প্রচুর মানুষের প্রাণ চলে গেল নাজিরাবাদের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায়, তার ফলে আরও একবার প্রশাসন এবং দমকল বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা দাবি করছে, এই রাজ্যে সরকার বলে কিছু নেই। এমনকি এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও এত মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এলাকায় পৌঁছে গেলেন না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এসবের মধ্যেই গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, নাজিরাবাদে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের জীবনের দাম কেন এই সরকারের কাছে নেই? কেন তারা মানুষকে সামান্য নিরাপত্তাটুকু দিতে পারছে না? এই প্রশ্ন তুলে গর্জে উঠছে বিরোধীরা। আর তার মধ্যেই এবার মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে প্রবল চাপে ফেলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই সরকার মানুষ পোড়ানোর সরকার বলে কটাক্ষ করলেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এবং দমকল মন্ত্রীর ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দেন তিনি। সুকান্তবাবু বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দমকল মন্ত্রী এবং গোটা ক্যাবিনেটের যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন, তাদের এই ঘটনা নিয়ে যে সমস্ত অ্যাটিটিউড, তা অত্যন্ত দুঃখজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিলো সেই জায়গায় যাওয়া। দমকল মন্ত্রী ৩৬ ঘন্টা পর সেখানে পৌঁছেছিলেন। এটা প্রমাণ করছে যে, এই সরকার অসংবেদনশীল। মুখে মা মাটি মানুষের সরকার হলেও, এই সরকার মানুষ পোড়ানোর সরকার।”
