Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মিড ডে মিলের চাল চুরি? শিক্ষক দিবসের অনুষ্ঠানে বেলাগাম চেয়ারম্যান! তুঙ্গে বিতর্ক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল ছিল শিক্ষক দিবস আর সেই শিক্ষক দিবস উপলক্ষে জেলায় জেলায় বিভিন্ন সংগঠন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বর্ধমানে তৃণমূল বিধায়কের উদ্যোগে আয়োজিত হয়েছিল সেই শিক্ষক দিবসের অনুষ্ঠান। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শিক্ষকদের একটা অংশকে বেলাগাম আক্রমণ করে বসলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান। যেখানে শিক্ষক দিবসের দিনেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। যদিও বা অনেকে বলছেন যে, চেয়ারম্যান নিজেই স্বীকার করে নিলেন শিক্ষকদের একটা অংশ ছাত্র-ছাত্রীদের জন্য যে মিড ডে মিলের চাল বরাদ্দ হয়েছে, তাতে ভাগ বসান। আর চেয়ারম্যানের এই মন্তব্যে এটাও প্রমাণ হয়ে গেল যে, এই রাজ্যের সর্বত্র দুর্নীতি চলছে বলেই কটাক্ষ বিরোধীদের।

প্রসঙ্গত, গতকাল বর্ধমানের শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়েছিল। যেখানে তৃণমূল বিধায়কের উদ্যোগে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষকদের একটা অংশকে আক্রমণ করে বসেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার। তার বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যায় যে, শিক্ষকদের একটা অংশ মিড ডে মিলের চাল চুরির সঙ্গে যুক্ত রয়েছে। স্বাভাবিকভাবেই পৌরসভার চেয়ারম্যান একেবারে শিক্ষক দিবসের মঞ্চেই শিক্ষকদের একটা অংশকে এইভাবে আক্রমণ করায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। ঠিক কি বলেছেন তিনি?

শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, “মিড ডে মিলের চাল চুরি করব, আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলব, আমি শিক্ষক, এই দুটো একসাথে হয় না। ওখানে অনেকে রেগেছে। বলছে, মাস্টার মশাইদের সবাইকে অপমান করলেন! চাল চোর বললেন! আমি বললাম, সবাইকে বলিনি। যে করেছে, তাকে বলেছি। চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না।” আর বর্ধমান পৌরসভার চেয়ারম্যান শুধু এই বক্তব্যের মধ্যে দিয়ে শিক্ষকদের একটা অংশকে কটাক্ষ করলেন, তাই নয়। তিনি একেবারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত যে মিড ডে মিল ব্যবস্থা, সেই মিড ডে মিলে যে দুর্নীতি চলছে, সেটাও পরোক্ষে স্বীকার করে নিলেন বলেই দাবি করছে বিরোধীরা।

Exit mobile version