Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“মিনি পাকিস্তান” গুলশান কলোনির অশান্তির নেপথ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব? আসরে নামলেন অর্জুন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শহর কলকাতা বর্তমানে সন্ত্রাসবাদীদের আতুড়ঘর হয়ে গিয়েছে। এই জায়গায় রোহিঙ্গা থেকে শুরু করে অবৈধ মুসলমানদের যাতায়াতের ফলে বিভিন্ন এলাকা আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই গুলশান কলোনিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর গতকাল আবার সেই একই এলাকায় ভর সন্ধ্যেবেলা গুলি চালানোর ঘটনা এবং তারপর আবার মাঝরাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যার ফলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিরোধীরা দাবি করছেন যে, কলকাতা শহরকে জঙ্গীদের আতুড়ঘর বানানোর জন্য দায়ী একমাত্র তৃণমূল। এর পেছনে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেও অনেকে দাবি করছেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার কলকাতাকে মিনি পাকিস্তান বানানোর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে গুলশান কলোনির অশান্তি নিয়ে বড় তথ্য সামনে আনলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

প্রসঙ্গত, গতকাল গুলশান কলোনিতে আবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যেখানে প্রথমে ভর সন্ধ্যেবেলা গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর আবার মাঝরাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, পুলিশের নিরাপত্তা কোথায়? কেন কলকাতা শহরে বারবার করে এই গুলশান কলোনির মত এলাকা উত্তপ্ত হয়ে উঠছে? আর সেই ব্যাপারেই এবার তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তি নিয়ে বড় দাবি করে বসলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। ঠিক কি বললেন তিনি?

এদিন অর্জুন সিংহ বলেন, “বিজেপি তো বারবার বলে গুলশান কলোনি এখন মিনি পাকিস্তান হয়ে গিয়েছে। মিনি বাংলাদেশ হয়ে গিয়েছে। ওখানে রোহিঙ্গা, পাকিস্তান, বাংলাদেশি মুসলমানদের নিয়ে এসে জমি ভরাট করে সব বিক্রি করা হচ্ছে। এই বিক্রি করার নায়কটা কে? সুশান্ত ঘোষ নাকি জাভেদ খানের ছেলে? এই দুজনের তো লড়াই। কলকাতাকে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন। আর তাকে হেল্প করছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।”

Exit mobile version