Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“মোদী আপনাদের জন্য অনেক কিছু করতে চায়” তবে বাঁধা তৃণমূল সরকার! স্পষ্ট বার্তা মোদীর!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল সরকারের পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযোগ করা হয় যে, কেন্দ্রীয় সরকার বাংলাকে নাকি বঞ্চিত করছে। কিন্তু পাল্টা বিজেপির নেতারা এতদিন দাবি করে এসেছেন যে, কেন্দ্রীয় সরকার বাংলার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেছে। এমনকি কেন্দ্রের যে সমস্ত প্রকল্প রয়েছে, তার সুবিধে যাতে বাংলার মানুষ পায়, তার সমস্ত চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে। কিন্তু এই রাজ্যের তৃণমূল সরকার প্রত্যেক ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে। যাতে কেন্দ্রের অর্থনৈতিক উন্নয়নের প্রকল্পগুলি সুবিধা মানুষের কাছে না পৌঁছয়। এক্ষেত্রে অর্থনৈতিক স্বেচ্ছাচারিতা থেকে শুরু করে দুর্নীতি করার অভিযোগ প্রতি মুহূর্তে উঠেছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। বারবার করে সেই দাবি করতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপি নেতাদের। আর এবার তাহেরপুরের সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝিয়ে দিলেন, তিনি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য অনেক কিছু করতে চান। কিন্তু পথে একটাই বাধা, বর্তমান তৃণমূল সরকার।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই রীতিমত সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। আজ প্রধানমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় ছিলো গোটা বাংলা। তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কোন কোন ইস্যুতে আক্রমণ করেন, তার দিকে তাকিয়ে ছিলেন রাজ্যবাসী। অবশেষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বিজেপি নেতাদের মত বুঝিয়ে দিলেন যে, তৃণমূল সরকার উন্নয়নের পথে বাধা দিচ্ছে। কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের জন্য অনেক কিছু করতে চাইলেও, বাংলায় যে সরকার রয়েছে, তারা প্রতিমুহূর্তে সেই কাজে বাধাদান করছে। যার জন্য বাংলায় কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে না।

এদিন আবহাওয়া খারাপ থাকার কারণে তাহেরপুরে সশরীরে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “মোদী আপনাদের জন্য অনেক কিছু করতে চায়। নিজেকে সমর্পিত করে কাজ করতে চায়। টাকা, যোজনা, ইচ্ছা কোনো কিছুরই কমতি নেই। কিন্তু এখানে এমন একটি সরকার, যারা সারাক্ষণ কমিশন চায়। এখনও পশ্চিমবঙ্গে বিকাশের হাজার হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে।”

Exit mobile version