Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মোদীর বঙ্গ সফরের মাঝেই রাজ্যে আরএসএস প্রধান! উত্তরবঙ্গের পর কলকাতায় কর্মসূচি!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচনে বিজেপি যে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করতে চায় এবং বাংলা দখল করতে চায়, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। রাত পোহালেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর বঙ্গ সফরের আগেই পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যেখানে একাধিক ঠাসা কর্মসূচি রয়েছে তার।

বিহার জয়ের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিলেন যে, এবার তাদের টার্গেট বঙ্গ জয়। তবে বিজেপি এবং আরএসএসের মধ্যে কি এই ব্যাপারে সমন্বয়ের অভাব রয়েছে? আরএসএস কি চাইছে, তাদের মনোভাব কি বাংলা দখল করার ব্যাপারে? তা নিয়ে এতদিন বিভিন্ন মহলে চর্চা হয়েছে। আর এসবের মধ্যেই তিন দিনের বঙ্গ সফরে পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যেখানে গতকালই উত্তরবঙ্গে পা রেখেছেন তিনি। আর আগামীকাল কলকাতায় পৌঁছবেন আরএসএস প্রধান।

সূত্রের খবর, গতকালই পশ্চিমবঙ্গে পা রেখেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ উত্তরবঙ্গের মারওয়ারি ভবনে একটি কর্মসূচী রয়েছে তার। আর তারপরেই আগামীকাল কলকাতায় পা রাখবেন তিনি। স্বাভাবিকভাবেই এক দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরে যখন বিজেপির মধ্যে প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় মোহন ভাগবতের এই বঙ্গ সফর এবং ঠাসা কর্মসূচি বড় ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version