Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মোদীর জন্মদিনে অভিনব প্রদর্শনী, ফিরে দেখা প্রধানমন্ত্রীর ছোটবেলা! উদ্বোধনে শমীক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। আর সেই উপলক্ষে গোটা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছেন বিজেপি নেতাকর্মীরা কোথাও সেবামূলক কর্মসূচি আবার কোথাও বা সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, সেই প্রধানমন্ত্রীর জন্মদিনেই মানুষের পাশে দাঁড়ানোর মত একাধিক বড় বড় কর্মসূচি বেছে নিয়েছে বিজেপি। কারণ নরেন্দ্র মোদী এখন আর শুধু ভারতবর্ষের নেতা নন। তিনি এখন বিশ্বের নেতা হয়ে উঠেছেন। তাই তার জন্মদিনকে সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়েই পালন করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের নেতা কর্মীদের। আর এর মাঝেই শহর কলকাতায় ভারতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে আয়োজিত হলো বিশেষ প্রদর্শনীর।‌ যা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলেই খবর।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গেও সেবাদান কর্মসূচি শুরু করেছে বিজেপি। আর তার মাঝেই প্রধানমন্ত্রীর ছোটো থেকে বেড়ে ওঠা এবং তার কর্মজীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে শুরু হলো প্রদর্শনী। যেখানে ভারতীয় জাদুঘরে আজ বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে অপারেশন সিঁদুরের মত প্রত্যাঘাতে শত্রুপক্ষ কার্যত হতাশ, ঠিক সেই সমস্ত চিত্রই এই প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই সেই প্রদর্শনীর সূচনা পর্বে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা নেত্রীরা।

জানা গিয়েছে, আজ থেকে ভারতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ প্রদর্শনী দেখানো হবে। যেখানে একদিকে নরেন্দ্র মোদীর ছোটবেলার দৃশ্য তুলে ধরা হয়েছে। তার গোটা জীবন জুড়েই তিনি যে সমস্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, তার সমস্ত কিছুই এই প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যে সমস্ত দৃষ্টান্তমূলক কাজ করেছেন, সেই চিত্রও উঠে এসেছে এই প্রদর্শনীর মধ্যে দিয়ে। এদিন ভারতীয় জাদুঘরে এই কর্মসূচির শুভ সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তমোঘ্ন ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা।

Exit mobile version