Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking মোদীর সভায় তো জনপ্লাবন! এই চিত্র দেখার পর তো ঘুম ছুটবে তৃণমূলের?

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তারপরেই নদীয়ার তাহেরপুরের নেতাজি পার্কের সভায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আর প্রধানমন্ত্রী আসার অপেক্ষায় শুধু নদীয়া নয়, গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষরাও অপেক্ষা করছেন সেই তাহেরপুরের সভায়। নির্বাচনের দামামা এখনও না বাজলেও বিজেপির প্রতি মানুষের যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে, তা বলার অপেক্ষা রাখে না। আর আজ প্রধানমন্ত্রীর তাহেরপুরের নেতাজী পার্কের সভায় যে উচ্ছ্বাস, যে জনপ্লাবন দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে, বিজেপির প্রতি এবার মানুষের আগ্রহ অনেকটাই বেশি।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুরের নেতাজি পার্কের যে দলীয় সভা রয়েছে, সেখানে মানুষের ভিড় উপচে পড়েছে। সভার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথমে কলকাতায় নেমে হেলিকপ্টারে করে তাহেরপুর পৌঁছবেন প্রধানমন্ত্রী। তারপর সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আর তারপরেই দলীয় কর্মসূচিতে নিজের বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই সকাল থেকেই প্রচুর বিজেপি কর্মীরা, এমনকি সাধারণ মানুষও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরিস্থিতি এমন হয়েছে যে, সভায় যে পরিমাণ লোক হওয়ার কথা ছিলো, তা অতিক্রম করে গিয়েছে। যার ফলে মানুষের স্বতঃস্ফূর্ততা এবং উন্মাদনা দেখে রীতিমত উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

বিশেষজ্ঞদের মতে, ২০২৬ এর নির্বাচনে বিজেপি যে বাংলাকে টার্গেট করেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিহারের জয়ের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় নেতা কর্মীদের বাংলা জয়ের কথা জানিয়ে দিয়েছিলেন। আর নির্বাচনের এখনও বেশ কিছু মাস দেরি থাকলেও, প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরে মানুষের যে উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে মানুষ কিন্তু তৈরি এবার পরিবর্তনের জন্য। আর যেভাবে তাহেরপুরের নেতাজি পার্কে প্রধানমন্ত্রী সভায় জনতার ঢল উপচে পড়েছে, তাতে এই চিত্র সামনে আসার পর তৃণমূলের নেতা-নেত্রীদের ঘুম উড়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

Exit mobile version