প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। ভোটের দামামা না বাজলেও বিজেপি যে ২১ এর পুনরাবৃত্তি করতে চায় না এবং কোথাও কোনো ত্রুটি হোক, সেটা যে চাইছে না, তা বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতা। বিহারের ফলাফল প্রকাশ্যে আসার দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা দখলের ডাক দিয়েছিলেন। রাত পোহালেই প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। আর তার মধ্যেই এবার বিজেপির সর্বভারতীয় চাণক্য বলে পরিচিত অমিত শাহের বঙ্গ সফর সম্পর্কে বড় খবর সামনে এলো।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সাজো সাজো রব তৈরি হয়েছে গোটা নদীয়া জেলা জুড়ে। আগামীকাল প্রধানমন্ত্রী কি বার্তা দেন, তার দিকে তাকিয়ে রয়েছেন বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ। আর তার মাঝেই বিজেপি কর্মীদের খুশি করার মত আরও বড় খবর সামনে চলে এলো। যেখানে প্রধানমন্ত্রীর পরেই চলতি মাসেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, চলতি মাসেই বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে আগামী ৩০ এবং ৩১ ডিসেম্বর তিনি বাংলায় থাকতে পারেন বলেই জানা যাচ্ছে। যেখানে সেভাবে কোনো প্রকাশ্য জনসভা না থাকলেও, সাংগঠনিক কর্মসূচি করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর আগামীকালের সফরের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সম্ভাব্য সফরসূচি সামনে আসতেই রীতিমত উৎসাহ তৈরি হয়েছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। তবে এখনও পর্যন্ত সবটাই সম্ভাবনার পর্যায়ে রয়েছে। তাই শেষ পর্যন্ত বিজেপির দলীয় স্তর থেকে এই ব্যাপারে কোনো পাকাপাকি খবর সামনে আসে কিনা, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।
