Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মোদীর সভার শুরুতেই বিরাট ঝটকা ঘাসফুলে! তৃণমূল সাংসদের বাবার ছবি দিয়ে সংবর্ধনা!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
কাঁটা দিয়ে কিভাবে কাঁটা তুলতে হয়, তা খুব ভালো মতই জানে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের ব্যাপারে তারা রীতিমত তাদের কৌশল প্রয়োগ করতে শুরু করেছে। আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলায় এলেন, যখন মালদহের সভা থেকে তিনি বার্তা দেবেন গোটা রাজ্যবাসীকে, ঠিক তখনই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে বিজেপির পক্ষ থেকে যে ছবি দিয়ে তাকে সংবর্ধনা জানানো হলো, তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কি এমন ঘটনা ঘটেছে?

এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রত্যেকটি নেতা-নেত্রী দাবি করে যে, বিজেপি নাকি বাংলা বিরোধী দল। কিন্তু বাংলা এবং বাঙালির অস্তিত্বই থাকতো না, যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্ব না থাকতো। ফলে বিজেপিকে যারা বাংলা বিরোধী দল বলে, তারা যে নিজেরাই কতটা বাংলা বিদ্বেষী, তা প্রতিমুহূর্তে ইতিহাস তুলে ধরে যুক্তি দিয়ে বুঝিয়ে দেন বিজেপি নেতারা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মালদহে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত হলেন, ঠিক তখনই বিজেপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আর সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের বর্তমান যিনি সাংসদ রয়েছেন, সেই সুখেন্দুশেখর রায়ের প্রয়াত পিতা শিবেন্দুশেখর রায়ের ছবি। আর এই চিত্র সামনে আসার পরেই তৃণমূল যে বিরাট একটা ঝটকা খেলো, তা বলার অপেক্ষা রাখে না বিশেষজ্ঞদের কাছে।

এদিন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করার পর প্রশাসনিক মঞ্চে উপস্থিত হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বক্তব্য রাখার পর তিনি সরাসরি চলে যান বিজেপির পক্ষ থেকে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায়। আর তিনি উপস্থিত হতেই তাকে রাজ্য বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। যেখানে তার হাতে তুলে দেওয়া হয় শিবেন্দু শেখর রায়ের ছবি। এখন অনেকে বলতেই পারেন, কে এই ব্যক্তি? যারা জানেন না, তাদের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো যে, এই শিবেন্দুশেখর রায় হিন্দু মহাসভার নেতা এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহকর্মী। পাশাপাশি তিনি বর্তমানে তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন, সেই সুখেন্দু শেখর রায়ের পিতা। ফলে তৃণমূল কংগ্রেস এবং সুখেন্দুশেখর বাবু ও তার দল যতই বিজেপিকে বাংলা বিরোধী বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন না কেন, আজ তৃণমূলেরই এক সাংসদের পিতার ছবি দিয়ে বিজেপির পক্ষ থেকে মোদিকে সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে যে চিত্র সামনে এলো, তাতে সব থেকে বেশি ঝটকা খেলো ঘাসফুল শিবির বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version