প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে জয়লাভ করার দিনেই এবার যে তাদের টার্গেট বাংলা, তা স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা ছিল। তার বক্তব্য শোনার জন্য রীতিমত উৎসুক ছিল গোটা রাজ্যবাসী। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে প্রধানমন্ত্রী সশরীরে সেই তাহেরপুরের সভায় উপস্থিত হতে পারেননি। কিন্তু ভার্চুয়ালি সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিহারের মতই বাংলায় জঙ্গল রাকে উৎখাত করার বার্তা দেন তিনি। এক্ষেত্রে বাংলার মানুষের মনে যে বিজেপি রয়েছে, সেই কথাও জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তার আগে প্রধানমন্ত্রীর আজকের এই তাহেরপুরের সভা ঘিরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। এমনিতেই বিজেপি এবার বাংলা দখলের ডাক দিয়েছে। বিহারের জয়ের পরেই তাদের একমাত্র লক্ষ্য যে বাংলা জয়, তা স্পষ্ট করে দিচ্ছেন একের পর এক বিজেপি নেতারা। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজ বাংলার এই সভা থেকে কি বার্তা দেন, তার দিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। অবশেষে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বিহারের মতই বাংলায় মহা জঙ্গল রাজ চলছে বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী।
এদিন তাহেরপুরের সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিহারে জঙ্গলরাজ উপড়ে দিয়েছে বিজেপি। ২০ বছর পরেও বিজেপিকে আগের থেকে বেশি সিট দিয়েছে। এখন পশ্চিমবঙ্গেও মহা জঙ্গলরাজ চলছে। এর থেকে মুক্তি দরকার। এখানকার পশ্চিমবঙ্গ, এখানকার বাচ্চারাও বলছে, সব গ্রাম, শহর, পাড়া বলছে, বাঁচতে চাই, বিজেপি তাই।”
