Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মহালয়ার আগে থেকেই কেন রাজ্যে দুর্গাপুজো? “মদের টাকাই আসল কারন” মমতাকে লজ্জায় ফেলে দিলেন সুকান্ত!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে একসময় দুর্গা পুজোর একটা আগ্রহ ছিল বাঙালির মধ্যে। কবে পুজো আসবে, কবে থেকে শুরু হবে আনন্দ, কটা পোশাক হবে, তা নিয়ে সকলের মধ্যেই একটা উন্মাদনা ছিল। কিন্তু বর্তমান সময়ে দুর্গাপুজো এত আগে থেকে শুরু হয় যে, যারা মধ্যবিত্ত মানুষ, তাদের মহালয়ার আগে থেকে পুজো শুরু হয়ে যাওয়ায় রীতিমত সমস্যার মুখে পড়তে হয়।

তবে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত আগে থেকে কেন পুজোর উদ্বোধন করতে শুরু করলেন, বাংলায় এর পেছনে কি কারন রয়েছে! তা হয়ত অনেকেই বুঝতে পারেননি। কিন্তু এবার সেই কথাই প্রকাশ্য মঞ্চ থেকে বলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারকে রীতিমত লজ্জার মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার। তার বক্তব্য, পুজো যত আগে থেকে শুরু হবে, তত মদ খাওয়ার টাকায় ফুলে ফেঁপে উঠবে রাজ্যের কোষাগার।

এদিন পাণ্ডবেশ্বরে বিজেপির আগমনী যাত্রার অনুষ্ঠান ছিল। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে হিন্দু শাস্ত্রকে অমান্য করে মহালয়ার আগেই মায়ের চক্ষুদার নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। আর তারপরেই তার কারণ ব্যাখ্যা করেন তিনি। সুকান্তবাবু বলেন, “পূজো এগিয়ে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, পুজো যত এগিয়ে আসবে, ততই মালে টান পড়বে। আর রাজ্য সরকারের কোষাগারে পয়সা যাবে। তাই পুজো লম্বা করো, মাল খাওয়াও লোকজনকে। লটারি বিক্রি করো। আর সেই কারণেই এখন পশ্চিমবঙ্গের একটাই উদ্দেশ্য হয়েছে, ঢুকঢুক পিও, যুগ যুগ জিও। আর এটা নিয়েই এখন তৃণমূল কংগ্রেস চলছে। এই নিয়েই তারা সামনের দিকে এগোতে চলেছে।”

Exit mobile version