Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মরার ওপরে খাঁড়ার ঘা! আজই কি ছাত্রভোটের দিনক্ষণ ঘোষণা? আদালতে কি জানাবে রাজ্য?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের যে গণতান্ত্রিক পরিষর আছে, যে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে ভবিষ্যতে ছাত্ররা মূল রাজনীতিতে আসবেন, সেই ছাত্র ভোটকেই দায়িত্ব নিয়ে বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। বিভিন্ন সময় বিরোধী ছাত্র সংগঠনগুলি অভিযোগ করেছে যে, রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন হওয়া প্রয়োজন। তবে সেই কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে নির্বাচন না হওয়ার জন্য তৃণমূলের যে দাদাগিরি প্রকাশ্যে এসেছে কসবা ল কলেজের ঘটনার মধ্যে দিয়ে, তারপরে এই রাজ্যের সমস্ত কলেজের ইউনিয়ন রুম বন্ধু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার ফলে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন যথেষ্ট চাপে রয়েছে। পাশাপাশি আদালতের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, রাজ্যের পক্ষ থেকে ছাত্র ভোট নিয়ে কি ভাবা হচ্ছে? আর আজ সেই মামলার শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের সমস্ত ছাত্র সংগঠনগুলি তাকিয়ে রয়েছে আদালতের সেই নির্দেশের দিকে।

বলা বাহুল্য, গত জুলাই মাসের ১৭ তারিখ কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। যেখানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হওয়া নিয়ে রাজ্যকে প্রশ্ন করে আদালত। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের বেঞ্চের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকার ঠিক কি ভাবছে, তা জানতে চাওয়া হয়। আর আজ সেই মামলার আবারও শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের পক্ষ থেকে সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আদালতকে কি জানানো হয়, তা অবশ্যই নজর রাখার মত বিষয় গোটা রাজ্যবাসীর কাছে।

বিরোধীদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারকে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আদালত যেভাবে হস্তক্ষেপ করেছে, তারপর এই রাজ্যের যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, তাহলে তারা আজ হাইকোর্টে জানাবে ছাত্র সংসদ নির্বাচনের কথা। মুখেই ছাত্র সংসদ নির্বাচন করতে তারা আন্তরিক বলে দাবি করে। কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই জানে যে, ছাত্র সংসদ নির্বাচন হলে একটি কলেজও তৃণমূল ছাত্র পরিষদের হাতে থাকবে না। সেই কারণে রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতিকে হত্যা করতে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনকে তুলে দেওয়ার চেষ্টা করছে এই সরকার। তবে শাসক দলের ছাত্র নেতাদের দাদাগিরি বন্ধ করতে এবং কলেজে সুশাসন আনতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন বলেই দাবি বিরোধীদের। তবে আদালতের শুনানিতে আজ রাজ্যের পক্ষ থেকে সেই ছাত্র ভোট নিয়ে কি বলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কবে ঘোষণা হয় রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন, সেদিকেই নজর থাকবে সমগ্র রাজনৈতিক মহলের।

Exit mobile version