Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking মুহূর্তে বদলাচ্ছে ট্রেন্ড, বিহারের ক্ষমতা এনডিএর হাতেই! তবে একক গরিষ্ঠ দলের মর্যাদার বিরাট বদল, জেনে নিন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের নজর বিহার বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। যে নির্বাচনী ফলাফলের ট্রেন্ডে লক্ষ্য করা যাচ্ছে, তাতে বিহারে এনডিএর ক্ষমতা দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। অন্যদিকে ক্ষমতা দখলের আশা করেও, ধুলিস্যাৎ হয়ে গিয়েছে বিরোধী শিবির। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল যে, একক গরিষ্ঠ দলের মর্যাদা পেয়েছে বিজেপি। কিন্তু সেই জায়গায় এবার এলো বড় পরিবর্তন।

ইতিমধ্যেই বিহার বিধানসভার যে নির্বাচনী ফলাফল সামনে এসেছে, তাতে ম্যাজিক ফিগার ছাপিয়ে গিয়েছে এনডিএ শিবির। অন্যদিকে আরজেডির নেতৃত্বাধীন বিরোধী শিবির রীতিমত চাপের মুখে। ক্ষমতা দখলের বহু আশা করেও, শেষ পর্যন্ত তাদের স্বপ্নে জল ঢেলে দিয়েছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ শিবির। তবে প্রশ্ন ছিল যে, একক গরিষ্ঠ দলের মর্যাদা কারা লাভ করবে? কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল যে, জেডিইউ এবং বিজেপির মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার একটা প্রতিযোগিতা চলছে। তবে সেখানে এগিয়েছিল বিজেপি। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, একক গরিষ্ঠ দলের পথে নীতিশ কুমারের জেডিইউ।

জানা গিয়েছে, কিছুক্ষণ আগে পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি‌। তবে মুহূর্তের মধ্যে ট্রেন্ড বদলাতে শুরু করেছে। এখন একক গরিষ্ঠ দল হওয়ার পথে এগিয়ে রয়েছে নীতিশ কুমারের জেডিইউ এবং তারপরেই রয়েছে বিজেপি। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তবে একক গরিষ্ঠ দল যে বিজেপি এবং জেডিইউয়ের মধ্যেই কেউ হতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আর সব থেকে বড় কথা, জেডিইউ, বিজেপি এবং এনডিএ শিবির অত্যন্ত খুশি বিহারের এই ফলাফলের কারণে। এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে, তাতে তারা ম্যাজিক ফিগার ছাপিয়ে গিয়েছে। তাই এবারেও যে এনডিএর হাতেই থাকছে বিহারের ক্ষমতা, তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষ পর্যন্ত ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version