Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নবদ্বীপে বিজেপি কর্মী খুনের পরেও এতটা দলদাস পুলিশ? হাতেনাতে প্রমাণ দিলেন শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনের ঘটনায় সকলেই বিচার চাইছেন। তার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে অতিরঞ্জিত ভাবে বিজেপি কর্মীর পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি, শুধুমাত্র যারা মূল ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধেই অভিযোগ করেছে, সেখানে কেন প্রশাসনের এই ঢিলেমি আচরণ? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই অভিযুক্তরা জড়িত বলেই কি তাদের ধরতে পারছে না পুলিশ? আর এই রাজ্যের বিরোধী দলনেতা এবং বিরোধী দল বিজেপি প্রতি মুহূর্তে যেভাবে অভিযোগ করে যে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে, নবদ্বীপে বিজেপি কর্মী খুনের পর যেভাবে পুলিশের ঢিলেমি চোখে পড়ছে এবং যেভাবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তাতে পুলিশ প্রশাসন দলদাসের মত কাজ করছে বলেই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ নবদ্বীপের নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মরদেহ কল্যাণী এইমসে ময়নাতদন্তের পর বের করা হয়। আর সেখানেই তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসন যে দলদাসের মত আচরণ করছে, তা একেবারে হাতেনাতে প্রমাণ দেন তিনি। শুভেন্দু অধিকারী দাবি করেন, একেবারে যারা ঘটনার সঙ্গে যুক্ত, যারা এই কাজের সঙ্গে যুক্ত থেকে বিজেপি কর্মীকে মেরেছে, তাদের বিরুদ্ধেই পরিবার অভিযোগ দায়ের করেছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আর পুলিশের এই পদক্ষেপই প্রমাণ করে দেয় যে, তারা দলদাসের মত কাজ করছে।

শুভেন্দু অধিকারী বলেন, “পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে। পরিবার অতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করেছে। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি, ২৪ ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পরেও একজনেরও গ্রেফতার হয়নি। আর এখানেই প্রমাণিত, রাজনৈতিক রঙ দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে। এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই। যাদের নামে এফআইআর হয়েছে, তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা, পান্ডা তারক সহ তাদের কারওর চোট লাগেনি। একতরফা হয়েছে।”

Exit mobile version