Site icon প্রিয় বন্ধু মিডিয়া

নবদ্বীপে তৃণমূলের সন্ত্রাসে বিজেপি কর্মী খুন! শ্রদ্ধা জানাতে কল্যাণী এইমসে শুভেন্দু!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমাগত হিংসার বলি হচ্ছেন বিরোধী দলের নেতা কর্মীরা। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যাচ্ছে। আর তার ফলেই দিকে দিকে বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ উঠছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। গতকালই খবর আসে যে, নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয়েছে। যেখানে বিশ্বকর্মা পূজার রাতে তাকে বেধড়ক মারধর করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হয়। আর তারপরেই পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। এমনকি সরকারি হাসপাতালে নয়, যাতে কল্যাণী এইমসে ময়নাতদন্ত হয়, তার জন্য দাবি করেছিল পরিবার। সেই মত আজ সেখানেই ময়নাতদন্ত শেষে নিহত বিজেপি কর্মীর মরদেহ বাইরে বের করার পরেই তাকে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপি নেতৃত্ব।

গতকালই নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় রীতিমত তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার প্রতিবাদ জানানো হয়। এমনকি তৃণমূলের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার হতে থাকে গেরুয়া শিবির। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এমনকি সিবিআই তদন্তের দাবিও জানায় পরিবার। অবশেষে আজ সেই নিহত বিজেপি কর্মীর ময়নাতদন্ত কল্যাণী এইমস হাসপাতালে সম্পন্ন হয়। আর সেখানেই পৌঁছে গিয়ে সেই বিজেপি কর্মীর মরদেহে দলীয় পতাকা এবং পুষ্পার্ঘ্য অর্পণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিশেষজ্ঞরা বলছেন, ২৬ এর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এই রাজ্যের শাসক দল আরও হিংসাত্মক হয়ে উঠতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তারা বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে। তবে তাকে রাজনৈতিকভাবেই প্রতিহত করতে হবে গেরুয়া শিবিরকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে নবদ্বীপে এই বিজেপি কর্মীর মৃত্যুর পর তার পরিবার থেকে শুরু করে সহকর্মীদের মনবল যাতে ভেঙে না যায়, তার জন্য তড়িঘড়ি সেখানে পৌঁছে গিয়ে শুধু সমবেদনা নয়, নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Exit mobile version